জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাকসুর এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা © টিডিসি সম্পাদিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যস্ত স্থান বটতলায় ওয়াশরুম স্থাপনের বিষয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) প্রথম কার্যনির্বাহী বৈঠক আলোচনা হয়েছে। দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাকসুর এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘বটতলায় ওয়াশরুম বর্তমান সময়ের একটি প্রয়োজনীয় দাবি। আমাদের কার্যনির্বাহী প্রথম মিটিংয়েই আমরা এই বিষয় আলোচনা করেছি। ভাসানী চত্বর থেকে ভাসানী হলের দিকে যে দোকানগুলো আছে তার শেষ মাথায়, সালাম-বরকত হলের মসজিদের সাথে মেয়েদের ওয়াশরুম তৈরিসহ কয়েকটি প্রস্তাব এসেছে। আমরা এসব নিয়ে ভাবছি।’
বটতলার ওয়াশরুম নিয়ে আমরা বিভিন্ন ইস্যুর সম্মুখীন হচ্ছি। তবে আমরা এখনো এটি নিয়ে কাজ করে যাচ্ছি৷ ফান্ডিং নিয়েও ইতিবাচক সাড়া পেয়েছি। দ্রুতই এটি বাস্তবায়ন হবে বলে জানান তিনি।