বিয়ের আগের রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে বরের মৃত্যু

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ AM
হলুদের উৎসবের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

হলুদের উৎসবের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু © টিডিসি সম্পাদিত

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের আগের রাতে গায়ে হলুদের উৎসবের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক তরুণের। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার বিয়ের আয়োজন ছিল। তার আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে ঘটে এ মর্মান্তিক ঘটনা।

নিহত তরুণের নাম রনি মিজি (১৯)। তিনি ওই গ্রামের বিল্লাল মিজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া। তিনি জানান, ‘রনি মিজির দাফন-কাফনে আমি নিজেই উপস্থিত ছিলাম। এমন দুঃখজনক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

জানা যায়, বৃহস্পতিবার রাতে বর রনি মিজির বাড়িতে গায়ে হলুদের আয়োজন চলছিল। উৎসবমুখর পরিবেশে চারপাশ ভরে উঠলেও অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন রনি। স্বজনরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। মুহূর্তেই আনন্দ-উৎসবের পরিবেশ শোকে পরিণত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, রনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। কলেজজীবনে শাহরাস্তি উপজেলার এক সহপাঠী মেয়ের সঙ্গে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিয়ের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু বিয়ের আগের রাতেই সবকিছু থমকে যায়।

পরদিন শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রনিকে। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এদিকে, বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন কনে ও তার প্রবাসী বাবা। বর্তমানে কনে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি এবং তার বাবাও প্রবাসে চিকিৎসাধীন বলে জানা গেছে।

আলোকছটা আর সম্প্রীতির বন্ধনে নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব
  • ০১ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
বুড়ি তিস্তা খননকে ঘিরে ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
  • ০১ জানুয়ারি ২০২৬