রাকসু নির্বাচনের ভোটার তালিকায় নেই নবীন শিক্ষার্থীরা, প্রতিবাদ ছাত্রদলের
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকায় নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করা হয়।মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, যে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই অধিকার কেড়ে নিতে অভ্যুত্থানের পর কিছু সন্ত্রাসী চরিত্রের শিক্ষক প্রশাসনে বসানো হয়েছে। আজ পরিকল্পিতভাবে হাজারো শিক্ষার্থীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাকসু নির্বাচনে এই প্রশাসন এক বিতর্কিত ও মেরুদণ্ডহীন শিক্ষককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।
শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবন বলেন, শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারা রাকসু ফি দিয়েই ভর্তি হয়। অথচ এই প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য। এর আগেও, গত ২৫ আগস্ট প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছিল শাখা ছাত্রদল।
তিন দফা নির্বাচনের তারিখে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। প্রথমবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা ছিল ১৫ সেপ্টেম্বর। পরে ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। ব্যাপক আলোচনা-সমালোচনার পর সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের নতুন তারিখ ও তফসিল পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়।