চবিতে দোকান দখল নিয়ে স্থানীয়দের হামলায় আহত ৩ শিক্ষার্থী
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দোকান দখলকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন তলায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেন।
আহতরা হলেন—২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন, আতিকুল ইসলাম ও জাকির হোসেন। এর মধ্যে জুবায়ের হোসেন ও আতিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। জুবায়ের হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোয়েব ইসলাম শুভ এবং একই শিক্ষাবর্ষের স্পোর্টস সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী তাওসিফ ইয়াসির গত ৬ জুলাই রুবায়েত ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকার বিনিময়ে একটি দোকান ক্রয় করেন। শুক্রবার সকালে দোকানের নির্মাণকাজ শুরু করলে স্থানীয়রা বাঁধা দেয়। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
আহত আতিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। আমরা রাজি না হওয়ায় আজ সকালে হামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।”
দোকান ক্রেতা তাওসিফ ইয়াসির বলেন, ‘ওই দোকান আগে স্থানীয় এক যুবলীগ নেতার দখলে ছিল। ক্রয়ের পর থেকেই তারা আমাদের হুমকি দিয়ে আসছে। আজ কাজ শুরু করলে আমাদের ওপর হামলা চালানো হয়।’
অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অফিস সহকারী সাহাজউদ্দিন বাবু বলেন, ‘তুহিন ও শাহীন নামে দুজন ওই জায়গাটি দখলে নিয়েছে। আমার পরিচিত একজন জায়গাটি রেলওয়ে থেকে আগেই ইজারা নিয়েছিল। এই বিষয়ে দুই পক্ষ কথা বলতে গেলে হাতাহাতি হয়। তবে আমি সেখানে ছিলাম না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘ঘটনাটি বিশ্ববিদ্যালয় এলাকা বহির্ভূত স্থানে জমি সংক্রান্ত বিরোধ থেকে ঘটেছে। তিন শিক্ষার্থী আহত হয়েছে। আমি তাঁদের খোঁজ নিয়েছি এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’