রাবিতে ‘বিজয় ফিস্টের’ খাবার খেয়ে ৮৩ শিক্ষার্থী অসুস্থ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় হল  © সংগৃহীত

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ৮৩ শিক্ষার্থী। এ ঘটনা তদন্তে হল প্রশাসন একটি কমিটি গঠন করেছে। এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার পর বিকেল থেকেই তাদের পেটের সমস্যা শুরু হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মানসম্মতভাবে খাবার রান্না করা হয়নি। এ ছাড়া রাতে রান্না করার ফলে খাবার নষ্ট হয়ে গেছে। অনেকেই অভিযোগ করেন, খাবারের মধ্যে চুল, পোকা, মুরগির কানের অংশ খাবারে পাওয়া গেছে।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ‘দুপুরে খাবার পর থেকেই আমার হলের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। আমার রুমের দুজন অসুস্থ। পাশের রুমের একজন অসুস্থ। আমরা ধারণা করছি, ডাল গরম অবস্থায় প্যাকেটিং করায় ডালটা নষ্ট হয়ে যায়। এ কারণে এমনটা হতে পারে।’

হলের আরেক শিক্ষার্থী শাওন বলেন, ‘৫ আগস্ট বিজয় ফিস্ট উপলক্ষে আজকে যে খাবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে খাবার খাওয়ার পর হলের অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, মাথা ঘোরানোর মতো বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। ফলে আমরা চিন্তিত যে খাবারটি ঠিকভাবে রান্না বা পরিবেশন করা হয়েছে কি না অথবা বাসি খাবার দেওয়া হয়েছে কি না।’

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএর নতুন চেয়ারম্যান

শিক্ষার্থীদের মেডিকেলে যাওয়া-আসার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ‘ফেসবুকে যেভাবে প্রচার করা হচ্ছে আসলে এতজন শিক্ষার্থীর অসুস্থ্যতার ঘটনা ঘটেছে কি না, বলতে পারছি না। আমি খোঁজ নিয়ে জেনেছি, পেটের সমস্যা নিয়ে ১৫ জনের মতো শিক্ষার্থী মেডিকেলে এসেছিলেন। এর বেশি না। তবে সিরিয়াস কোনো ইস্যু নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বিজয়-২৪ হলের ডেপুটি রেজিস্ট্রার মো. ওমর ফারুক বলেন, ‘গতকালের খাবার খেয়ে ৮৩ জনের মতো শিক্ষার্থীর পেট খারাপ হয়েছে। তবে খুব সিরিয়াস ইস্যু নয়। আমরা তাদের খাবার স্যালাইন দিয়েছি। এমনটা খুবই অনাকাঙ্ক্ষিত। তবে কেন এমনটা ঘটেছে, সেটা জানতে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজও শুরু করেছে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে বলা যাবে, কেন এমনটা ঘটেছে।’


সর্বশেষ সংবাদ