ঢাবির হলে আবারও ভেঙে পড়লো ছাদের পলেস্তারা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের এক্সটেনশন ১ এর ৫ম তলায় ভেঙে পড়লো ছাদের পলেস্তারা। সোমবার (২৮ জুলাই) রাত ১১ টার পরে ৫ম তলার এক ওয়াসরুমে এই ঘটনাটি ঘটে। তবে কেউ আহত হয় নি।
মুহাম্মদ শহিদুল্লাহ হলের শিক্ষার্থী মো. মারিফুল ইসলাম মুন্না জানান, শহীদুল্লাহ্ হলের এক্সটেনশন ১ বিল্ডিয়ের ৫ম তলায় আজকের এই দূর্ঘটনাটা ঘটেছে। এই বিল্ডিং গুলো অনেক পুরনো, এখানে অধিকাংশ রুমের ছাদে ফাটল ধরেছে। কখন কোনটা ভেঙে পড়ে বিপদে থাকে শিক্ষার্থীরা।
সূর্যসেন হলের শিক্ষার্থী সাব্বির রহমান একটি পোস্টের কমেন্টে তার রুমের ছাদের পলেস্তারা খসে যাওয়া একটি ছবি দিয়ে বলেন বলেন, নিজের মাথার উপর। সূর্যসেন ৬২৬ নম্বর রুম থেকে, শুধু এই নাহ রুমের কয়েক জায়গায় এমন। মাথার উপর পড়লে দায় কে নিবে? আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? কর্মকর্তাদের জন্য বহুতল ভবন হয়। আমরা পাই মুলা। আমাদের আপুরা বছর কেটে যায় হল পেতে। এইসব আর সমাধান কোথায়?