ড. মির্জা গালিব © টিডিসি ফটো
‘ছাত্র রাজনীতিতে পেশিশক্তি, চাপ দিয়ে মিছিল-মিটিংয়ে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি সেটা পরিবর্তন করতে হবে। এখন আমাদের প্রতিজ্ঞা করতে হবে আর কখনো হল দখল, মাস্তানি করা যাবে না— এমন মন্তব্য করেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. মির্জা গালিব।
সোমবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ: আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা গালিব বলেন, ‘ছাত্রদের মূল কাজ রাজনীতি না, পড়াশোনা করে নিজেদের গড়ে তোলা, স্কিল ডেভেলপমেন্ট করা। তবে যখন রাজনীতিবিদরা জাতীয় স্বার্থে ব্যর্থ হন, তখন ছাত্রদের সামনে এগিয়ে আসতে হয়; যেমনটি দেখা গেছে জুলাইয়ে। এটি অবশ্যই দলীয় নয়, বরং জাতীয় স্বার্থে সচেতন অংশগ্রহণ। ক্যাম্পাসে সুস্থ ছাত্ররাজনীতি টিকিয়ে রাখতে হলে ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন চালু করা জরুরি। সুস্থ ছাত্ররাজনীতিই গড়ে তুলতে পারে আগামীর নেতৃত্ব।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে গড়ে উঠেছিল একটি মাফিয়া-ধর্মী সরকার। যেখানে প্রশাসন, মিডিয়া এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত দালালিতে জড়িত ছিল। সেই দুঃশাসনের বিরুদ্ধে তরুণরা রাস্তায় নেমে রক্ত দিয়েছে, ইতিহাস গড়েছে। জুলাইয়ের সেই রক্ত দেওয়া তরুণদের ভুলে গেলে চলবে না। এই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে হলে এখনই প্রয়োজন একটি ‘জুলাই ঘোষণাপত্র’—যেখানে শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা, রাজনীতি ও নেতৃত্বের রূপরেখা স্পষ্টভাবে উঠে আসবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এস এম আমজাদ হোসাইন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, চবি শিবিরের সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ পারভেজ আহমেদসহ নেতাকর্মীরা।