এবি গ্রুপের সৌজন্যে

ডাকসুর ব্যবস্থাপনায় ১০ হাজার ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ শুরু

১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ PM
ঢাবিতে ১০ হাজার ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ শুরুর অনুষ্ঠানে

ঢাবিতে ১০ হাজার ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ শুরুর অনুষ্ঠানে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ব্যবস্থাপনায় দিনব্যাপী স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ‘সুস্থ নারী মানেই সুস্থ আগামী প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবি গ্রুপের সৌজন্যে আয়োজিত এ কর্মসূচির বাস্তবায়নে রয়েছে শামসুন নাহার হল সংসদ।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় শামসুন নাহার হল অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হল মাঠে সন্ধ্যা পর্যন্ত ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এবি গ্রুপের সৌজন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ছাত্রীকে মোট ১০ হাজারের বেশি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে শামসুন নাহার হলের এক হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এবি গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নূর প্রাথমিকভাবে চার হাজার কপি স্যানিটারি ন্যাপকিন ডাকসুর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি বলেন, শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনার ওপর সরাসরি প্রভাব ফেলে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি মাসেই এ ধরনের হেলথ ক্যাম্পেইন আয়োজনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগও নেওয়া হচ্ছে।

শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাছরিন সুলতানা বলেন, আমাদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে।

এছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমীন মোনামি ও এফ কে মামুন, এজিএম, এবি গ্রুপসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নারীদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধি একটি সুস্থ, নিরাপদ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অন্যতম পূর্বশর্ত।

ট্যাগ: ডাকসু
রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটে চোখ সিলেটের
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে নতুন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা …
  • ২০ জানুয়ারি ২০২৬
বাসররাতে 'কনে বদলের' অভিযোগ, পাল্টাপাল্টি মামলা
  • ২০ জানুয়ারি ২০২৬
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9