বাম থেকে আতিকুর রহমান ত্বহা ও স্মীতা পুরকায়স্থ © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬–২৭ মেয়াদের এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান ত্বহা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তথ্য ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী স্মীতা পুরকায়স্থ।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনটির মডারেটর ও প্রধান নির্বাচন কমিশনার এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান।
নতুন দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে ড. রাশেদা রওনক খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বাংলা সংস্কৃতিকে ধারণ করে মননে ও চর্চায়। নিত্যনতুন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংগঠনটি ধারাবাহিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। নতুন কার্যনির্বাহী পরিষদ এই অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চার প্রত্যয় নিয়ে ২০১৫ সালে কিছু স্বপ্নবাজ তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। প্রতিষ্ঠার পর থেকেই নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে প্রায় এক হাজার সদস্য নিয়ে সংগঠনটি নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনটির আয়োজনে বছরজুড়ে বসন্ত উৎসব, নাট্য উৎসব, আষাঢ় পার্বণসহ নাচ, গান, আবৃত্তি, অভিনয় ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পহেলা বৈশাখসহ বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসে সাংস্কৃতিক পরিবেশনা ও আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে সংগঠনটির সদস্যরা।