১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০৫ পাউন্ড কেক কাটাসহ যত আয়োজন ঢাবির

পরিবেশিত হবে বিদেশি শিক্ষার্থীদের সংগীত
২৮ জুন ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও লোগো © টিডিসি সম্পাদিত

আগামী ১ জুলাই বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’। ১৯২১ সালের এই দিনে ঢাবির শিক্ষাকার্যক্রম শুরু হয়েছিল। এ দিবস উপলক্ষ্যে এবার ১০৫ পাউন্ডের কেক এবং ১ হাজার ক্যাপ প্রদান করবে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সংগীত পরিবেশন, সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গত ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস যথাযথভাবে আয়োজনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে গঠিত কমিটির সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর ভবনের সম্মুখস্থ স্মৃতি চিরন্তন চত্ত্বরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, সহকারী প্রক্টর, অফিস প্রধান ও সমিতিসমূহের প্রতিনিধিবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জমায়েত হয়ে সকাল পৌনে ১০টায় ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্ত্বরে গমণ করবেন।

সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্ত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলসমূহের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভাইস-চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, সহকারী প্রক্টর, অফিস প্রধান ও সমিতিসমূহের প্রতিনিধিবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন। স্ব-স্ব হলের প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলসমূহের পতাকা উত্তোলন করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় টিএসসিতে অনুষ্ঠেয় আলোচনা সভায় মূল প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘাটতি বাজেট প্রায় ১২৫ কোটি টাকা

এদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে তবে, পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। অ্যালামনাইদের পরিদর্শনের সুবিধার্থে অনুষদ/হল/বিভাগ/ইনস্টিটিউটসহ সকল অফিস যথারীতি খোলা থাকবে। এছাড়া, এদিন জরুরি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, অ্যাম্বুলেন্স ও ঔষধ রাখার ব্যবস্থা নেয়া হবে। শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের দিন সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর ভবনের সম্মুখস্থ স্মৃতি চিরন্তন চত্ত্বরে শোভাযাত্রা শুরুর স্থানে, সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্ত্বরে পতাকা উত্তোলনের স্থানে ও সকাল সাড়ে ১০টায় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠেয় আলোচনা সভায় শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি, রোভার ও রেঞ্জার থেকে ১৫ (পনেরো) জন করে সদস্যকে দায়িত্ব প্রদান করা হবে। 

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সংগীত পরিবেশনের বিষয়ে সংগীত বিভাগের চেয়ারম্যান স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট-এর সাথে সমন্বয়কপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিবসের ১০৫ পাউন্ডের কেক এবং এক হাজার ক্যাপ প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদান করবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে গত ২০ মে অনুষ্ঠিত সভার সকল সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে, গত ২০ মে উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায়ও দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্টার মুন্সী শামস উদ্দিন আহম্মদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

 

এবার ভোট গণনায় দেরি হতে পারে, যে ব্যাখা দিল সরকার
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ
  • ২১ জানুয়ারি ২০২৬
ফাজিলে ইসলামিক ব্যাংকিং বিষয়ে নতুন বিভাগ চালু
  • ২১ জানুয়ারি ২০২৬
চাঁদপুর-২ আসনে লড়বেন ৮ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন 
  • ২১ জানুয়ারি ২০২৬
সাভারে বেদেপল্লিতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামী কি ক্ষমতায় আসছে?
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9