ঢাবিতে বছরে ক্লাস-পরীক্ষা বন্ধ ১৭৪ দিন, অফিস কতদিন?

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়   © লোগো

২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। এ ৭৫ দিন ছাড়াও বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক দুইদিন (শুক্র ও শনিবার) ‍ছুটির প্রথা চালু রয়েছে এবং এ দিনগুলোতে ৫টি ‍দিবসের ছুটি পড়েছে। সবমিলিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ছুটি থাকছে ১৭৪ দিন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোর কার্যক্রম বন্ধ থাকবে মোট ২৩ দিন। গত ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই ছুটির তালিকা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হয়।

এতে দেখা যায়, মহররম (আশুরা) উপলক্ষ্যে ৬ জুলাই একদিন, দূর্গা পূজা, শরৎকালীন ছুটি, ফাতেহা-ই- ইয়াজদাহম ও লক্ষ্মী পূজা উপলক্ষ্যে ১-২ অক্টোবর মোট ২ দিন, বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষ্যে ১৫ অক্টোবর ১ দিন , শীতকালীন ছুটি, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ১ দিন, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর একদিন, শবে বরাত উপলক্ষ্যে একদিন, শবে কদর, জুমুআ-তুল-বিদা, ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ মার্চ-২৩ মার্চ ৮ দিন, মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ একদিন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল একদিন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে একদিন, গ্ৰীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে-২৮ মে ৫ দিন অফিস বন্ধ থাকার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ‘ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন ঢাবি ছাত্রদল সেক্রেটারি

এতে আরও বলা হয়, নিম্নলিখিত পর্বসমূহ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সম্প্রদায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অফিস প্রধানের অবশ্যই পূর্ব অনুমোদনয়মে যে কোন ০৩(তিন) দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। যেমন: মুসলিম পর্বসমূহ (ফাতেহা-ই-ইয়াজদাহম ০১ দিন, আখেরি চাহার শোষা-০১ দিন,বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন/ অন্য কোন মুসলিম পর্ব/ধর্মীয় অনুষ্ঠানের দিন- ০১ দিন); হিন্দু পর্বসমূহ (লক্ষী পূজা ১দিন,দুর্গা পূজা -৩ দিন,কালী পুজা-০১ দিন, মহালয়া ১ দিন, কালী পূজা ১দিন, জগযাত্রী পূজা ১ দিন, শিবরাত্রি ১ দিন, দোল যাত্রা ১ দিন, অষ্টমী স্নান ১ দিন , চৈত্র সংক্রান্তি ১ দিন); বৌদ্ধ পর্বসমূহ (আষাঢ়ী পূর্ণিমা ১ দিন, মধু পূর্ণিমা ১ দিন, আশ্বিনী পূর্ণিমা ১ দিন,মাগী পূর্ণিমা ১ দিন, চৈত্র সংক্রান্তি ১ দিন) এবং খ্রিষ্টান পর্বসমূহ (বড় দিনের পরের দিন একদিন,বড় দিনের পরের দ্বিতীয় দিন ১ দিন, ইস্টার স্যাটার ডে ১ দিন, ইস্টার সান ডে ১ দিন)।

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!