‘ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন ঢাবি ছাত্রদল সেক্রেটারি

১৯ জুন ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের ছবি ও ছাত্রদলের লোগো

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের ছবি ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

সম্প্রতি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য এখনো সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি’, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের এমন একটি বক্তব্য সংক্রান্ত ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ বক্তব্যের ব্যাখা দিয়েছেন শিপন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) একান্ত এক সাক্ষাৎকারে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি এ ব্যাখ্যা দেন।

নাহিদুজ্জামান শিপন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত ৫ আগস্টের পর ১০মাস সময় অতিবাহিত হয়েছে। যে আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছে সেই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহযোদ্ধা ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন। এর বাইরে, গত দু্ইদিন আগেও মুজিব হলের পেছনে ও আইন বিভাগ এলাকায় ককটেল পাওয়া গেছে এবং শাহবাগে আওয়ামী লীগ-ছাত্রলীগ মিছিল করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এখনো ছাত্রলীগের অবস্থান রয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালানো কতজন ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে? এই প্রশ্নটা সকলের কাছে রাখলাম।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ওপর কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী হামলা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মাত্র ১২৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এদেরকে (ছাত্রলীগ) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রেখে এমনকি আমরা দেখেছি, প্রশাসনিক জায়গায়ও ফ্যাসিস্টেদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীরা অবস্থান করছে। এদেরকে রেখে আদও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত কিনা? বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে। এর আগে আমরা দেখেছি, নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ভেদ করে চারুকলার একটা মোটিভে আগুন দিয়ে গেল, এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনতে দেখিনি। সাম্যের হত্যাকারীদের শাস্তি নিশ্চিতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ককটেল রাখার ঘটনায়ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করছে ঢাবি প্রশাসন

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে মন্তব্য করে শিপন বলেন, বিভিন্ন সময়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে বলেছি যে, এখনো বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিবেশ নিশ্চিত হয়নি। বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল শিক্ষার্থী হলে থাকেনা, বড় একটা অংশ হলের বাইরে থাকে। তারা যদি আশঙ্কা করে যে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটতে পারে, তাহলে তারা কিন্তু ভোট দিতে আসবে না। তাদেরসহ সবাইকে আস্থায় আনার জন্য এমন একটা পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে ভয়হীন একটা পরিবেশে নির্বাচন আয়োজন হয়। সবাই উৎসবমুখরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।

এর আগে, গত ১৮ জুন এক বেসরকারি টেলিভিশনের অনলাইনে প্রকাশিত ‘ডাকসু নির্বাচন: প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ছাত্রদলের, তফসিল চান অন্যরা’ শীর্ষক এক সংবাদে অভিমত প্রকাশ করে নাহিদুজ্জামান শিপন বলেন, এই প্রশাসনের আসলে সক্ষমতা নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার। এরকম একটা পরিস্থিতি রেখে আসলেই এ প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু এবং কার্যকর পরিবেশ নিশ্চিত করতে সক্ষম না।

 

ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা
  • ২১ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড নিয়ে আর ‘পিছু হটার সুযোগ’ নেই: ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় যুবলীগ-খেলাফত আন্দোলনের ১২ নেতাকর্মী বিএনপিতে য…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির গলার কাঁটা ৯২ বিদ্রোহী প্রার্থী, জামায়াতের ১
  • ২১ জানুয়ারি ২০২৬
নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্…
  • ২১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9