দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল 'দ্যা ড্রিমার্স'

১১ জুন ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল 'দ্যা ড্রিমার্স'

কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল 'দ্যা ড্রিমার্স' © টিডিসি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং-এ চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে 'দ্যা ড্রিমার্স’।

মঙ্গলবার (১০ জুন) মহেশপুর অডিটোরিয়ামে দ্যা ড্রিমার্স (একটি শিক্ষার্থী ও সামাজিক কল্যাণমূলক সংগঠন)-এর আয়োজনে প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

দ্যা ড্রিমার্সের সভাপতি তারেক মনোয়ার ও অ্যালামনাই সদস্য সাইফুল্লাহ খালিদ-এর যৌথ সঞ্চালনায় সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনাদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। যদি সময়টাকে সুন্দরভাবে কাজে লাগান তাহলে আপনাদের জীবনটা অনেক সুন্দর ও সম্ভাবনাময় হয়ে উঠবে। যদি এই মূল্যবান সময়টা অপচয় করেন তাহলে এই মেধা, যোগ্যতা ও সফলতা সব ব্যর্থতায় পর্যবসিত হবে। এজন্য মেধা ও মননকে কাজে লাগিয়ে প্রথমে একজন মানবিক মানষিক হতে হবে। তাহলেই কেবল সমাজকে পরিবর্তন আনা সম্ভব এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান সফল হবে।

ড্রিমার্সের উদ্যেশ্যে বক্তারা বলেন, ড্রিমার্স শিক্ষার্থী ও সমাজের কল্যাণে সর্বদা ইতিবাচক ভূমিকা রাখছে। এটা মহেশপুর উপজেলার জন্য গর্ব। তারা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাচ্ছে। পাশাপাশি তারা একটা আদর্শিক সমাজ বিনির্মাণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাদের এই চিন্তাগুলো খুব উচ্চমানের। ড্রিমার্সের উত্তরোত্তর সমৃদ্ধি ও আগামী দিনের যেকোনো ইতিবাচক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টর চেয়ারম্যান প্রফেসর ডা. মো: আশাদুল ইসলাম, বাংলাদেশ সরকারের এডিশনাল সেক্রেটারি আবুল বাশার, রুয়েটের আইপিই ডিপার্টমেন্টের অধ্যাপক ড. আসাদুজ্জামান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক

ড. সুলাইমান চৌধুরী, এডিশনাল পোস্টমাস্টার জেনারেল মো: আক্তারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো: শাহনেওয়াজ, বিসিএস স্বাস্থ্য, রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মুশফিকুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্যা ড্রিমার্স অ্যালামনাই অ্যাসেসিয়েশনের চেয়ারম্যান ডা.নাদিম পারভেজ ইমন, সদস্য সচিব জুবায়ের জামিল, ভাইস-চেয়ারম্যান আলমগীর হোসেন, যুগ্ম-সচিব মিল্টন খন্দকার, কোষাধ্যক্ষ মাহফুজ রিদয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্রিমার্সের সাধারণ সম্পাদক সাকলাইন মুস্তাক।

কৃতি শিক্ষার্থীদেরকে দ্যা ড্রিমার্সের পক্ষ থেকে ক্রেস্ট, টি-শার্ট, চাবির রিং, কলম এবং বই উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, দ্যা ড্রিমার্স সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থী ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। ড্রিমার্সের কর্মকাণ্ডের মধ্যে রযেছে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শিক্ষার্থীদের বাহ্যিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধকরণ, শিক্ষাবিষয়ক প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্ট পরিচালনা করা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, রক্তদান কর্মসূচি পরিচালনা, বৃক্ষরোপণ কর্মসূচি, দারিদ্রকে সহায়তা করা।

আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই ম্যাচেই বৃষ্টির বাধা, কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের সুপারিশ জমা আজ, যেসব ক্ষেত্রে সুখবর পাচ্ছেন সরকা…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইন্টার মিলানকে হারাল আর্সেনাল
  • ২১ জানুয়ারি ২০২৬
ফেসবুক লাইভে এসে ছাত্রদল কর্মীর ‘আত্মহত্যা’, দায়ী করলেন কাদ…
  • ২১ জানুয়ারি ২০২৬
লন্ডনে ট্রাক চাপায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9