ঢাবিতে ‘জুলাই চত্বর’ এর উদ্বোধন

ঢাবিতে ‘জুলাই চত্বর’ এর উদ্বোধন
ঢাবিতে ‘জুলাই চত্বর’ এর উদ্বোধন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে একটি নতুন স্থানকে ‘জুলাই চত্বর’ নামে অভিহিত করা হয়েছে। এই নামকরণের মাধ্যমে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে জীবন্ত রাখার প্রয়াস। একইসঙ্গে হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই চত্বরটির এই নতুন পরিচিতি।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় ‘জুলাই চত্বর’-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে শহীদ আবু সাইদের ভাই উপস্থিত থেকে উদ্যোগটিকে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন।

‘জুলাই চত্বর’ নামকরণ এসেছে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ছাত্রসমাজ, পেশাজীবী, শ্রমিক ও মেহনতি জনগণের সম্মিলিত প্রয়াস থেকে। তাদের বিশ্বাস, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ যা স্বাধীনতা-পরবর্তী সময়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের ধারায় এক অনন্য প্রেরণা হিসেবে কাজ করেছে।

আরও পড়ুন: গরমে ভাইরাস জ্বরের প্রকোপ, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়

উপস্থিত ব্যক্তিরা বলেন, ‘এই চত্বর শুধু একটি নাম নয়, এটি একটি ইতিহাসের সাক্ষ্য বহন করবে এবং নতুন প্রজন্মকে প্রতিবাদ ও সংগ্রামের শিক্ষা দেবে।’

চত্বর নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিপন বিশ্বাসকে জিজ্ঞাস করলে তিনি বলেন, ‘জুলাই আমাদের সবার। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে উজ্জীবিত রাখতে এবং হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ রাখতেই এই নামকরণ করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!