সাম্য হত্যার বিচার চেয়ে জাবি ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১৮ মে) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই, করতে হবে', 'ক্যাম্পাসে লাশ প্রশাসন কি করে' ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর —ইত্যাদি স্লোগান দেন। এ সময় নেতাকর্মীরা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার সঠিক তদন্ত, হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান।
আরও পড়ুন: জাতির স্বার্থে সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি ঢাবি উপাচার্যের
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করেছি। সাম্য হত্যার মূল ঘাতকদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনকে দেশের সকল শিক্ষাঙ্গণকে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো মূল হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। প্রশাসনকে অতিদ্রুত জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।