ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে বাম ছাত্রসংগঠনের মশাল মিছিল

মশাল মিছিল
মশাল মিছিল  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘সন্ত্রাসী বিরোধী শিক্ষার্থীবৃন্দ’। আজ বুধবার (১৪ মে ) রাত সাড়ে ৮টার দিকে টিএসসসির রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল শুরু করে ক্যাম্পাসে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ভিসির বাসভবনের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রলীগ (জাসদ) সহ একাধিক বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘We want justice’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই কবরে, ভিসি কেন চেয়ারে’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনে গিয়ে ফের আহত জবি শিক্ষক নাসির

এসময় আইন বিভাগের শিক্ষার্থী রিয়াদ বলেন, আমরা গত ৯ মাসে ৩টি লাশ দেখলাম। একটা লাশ তোফাজ্জলের, আরেক লাশ গাছ ঝুলছিল, আরেকটা গতকাল রাতে বহিরাগত কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। এসব হত্যার দায় অবশ্যই ভিসিকে নিতে হবে। পাশাপাশি এ ঘটনায় ঢাবি প্রশাসন যে শোক প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করলাম।

এসময় তিনি পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় অপরাজেয় বাংলায় সামনে বিক্ষোভ সমাবেশ পালিত হবে।


সর্বশেষ সংবাদ