চাকসুর গঠনতন্ত্র ও হল সংসদ সংস্কারে সভাপতির ক্ষমতা কমানোসহ একগুচ্ছ প্রস্তাবনা

সংবাদ সম্মেলনে চবি ক্লাব অ্যালায়েন্স নেতারা
সংবাদ সম্মেলনে চবি ক্লাব অ্যালায়েন্স নেতারা  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে সভাপতির ক্ষমতা কমানোসহ  একগুচ্ছ সংস্কার প্রস্তাবনা দিয়েছে চবি ক্লাব অ্যালায়েন্স। বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির নেতারা। প্রস্তাবনায় বেশকিছু বিষয় যুক্ত করেছে ক্লাব এলায়েন্স। গঠনতন্ত্রে বেশকিছু সংযোজন ও বিয়োজন করেছেন তারা।

যা আছে নতুন প্রস্তাবনায়
গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য অংশে নতুন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের উদ্দেশ্যে কাজ করা এবং কার্যাবলিতে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরা এবং তা সমাধানের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়টি যুক্ত করা হয়েছে। 

সদস্যপদ সংক্রান্ত অংশে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ বা ইন্সটিটিউটের নিয়মিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অধ্যয়নরত শিক্ষার্থী এবং আবাসিক হলের অধিবাসী বা সাথে সংশ্লিষ্ট এবং বার্ষিক সদস্যপদ ফি প্রদান করেন, তারা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য বলে গণ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউটের অধীনে নিয়মিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ব্যতিত ভিন্ন ডিগ্রি বা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা সদস্য হিসেবে বিবেচিত হবে না। 

এ ছাড়া আজীবন সদস্য পদটি সম্মানসূচক হওয়ায় তিনি সংসদ নির্বাচনে সব ধরনের অংশগ্রহণ (সংসদে ভোটদান এবং নির্বাচনে প্রার্থী হওয়া) থেকে বিরত থাকবেন।

সংগঠনটি কার্যনির্বাহী পদে বেশকিছু নতুন সংযোজন করেছে। নতুন করে সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ), সহকারী সাধারণ সম্পাদক (নারী), ক্রীড়া সম্পাদক (নারী), দপ্তর সম্পাদক, জাতিগত সত্তা ও নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও পেশাগত উন্নয়ন বিষয়ক সম্পাদক, প্রকাশনা ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক পদ প্রস্তাবনায় রাখা হয়েছে। 

প্রস্তাবনায় সভাপতির ক্ষমতাকে কিছুটা কমিয়ে আনা হয়েছে। সহ-সভাপতি নিশ্চিত করবেন সংসদ কার্যক্রম নির্ধারিত বিধি-বিধান অনুসারে পরিচালিত হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নির্বাহী সদস্য কার্যক্রম তদারকি করবেন।

আরো পড়ুন: যমুনার সামনে থেকে সরে জনসভাস্থলে গেলেন আন্দোলনকারীরা

এছাড়া সংসদের তিন ধরনের সভা প্রস্তাব করা হয়েছে, যা আগে ছিলো সংসদের সাধারণ সভা ও নির্বাহী কমিটির সভা। এখানে নতুন করে ত্রৈমাসিক সভা প্রস্তাব করা হয়েছে। প্রতি মাসে একটি নির্বাহী কমিটির সভা আয়োজন এবং বছরে অন্তত দু’টি সাধারণ সভা আয়োজনের কথা বলা হয়েছে। 

এ ছাড়া নির্বাচনী প্রচারে খরচের পরিমাণ সীমাবদ্ধ করবেন এবং নির্দিষ্ট নিয়ম-কানুনসহ পদাধিকারীর নির্বাচন, সংসদের মেয়াদ এবং সংসদের ধারাবাহিকতা, অনাস্থাসহ বেশকিছু বিষয় এ প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব অ্যালায়েন্সের সাজ্জাদ হোসেন, মো. মোজ্জাম্মেল, রাজিউর রহমান আরিফ ও ইউশা জামান তুর্যসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence