শতভাগ আবাসন সুবিধা চেয়ে প্রশাসনকে স্মারকলিপি চবি ছাত্রশিবিরের

০৫ মে ২০২৫, ১০:৩৮ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
প্রশাসনকে স্মারকলিপি চবি ছাত্রশিবিরের

প্রশাসনকে স্মারকলিপি চবি ছাত্রশিবিরের © টিডিসি ফটো

শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। রবিবার (৪ই মে) বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতারের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খাঁন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী উপস্থিত ছিলেন।

প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, আবাসন কেন্দ্রিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বহুতল হল নির্মাণের মাধ্যমে সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলেন,  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছর অতিক্রান্ত হলেও শুধুমাত্র ২০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন সুবিধার আওতাভুক্ত করা হয়েছে। ২৩০০ একরের বৃহত্তর এই ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় আটাশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে। যাদের মধ্যে অধিকাংশই নিম্নমধ্যবিত্ত অথবা দরিদ্র পরিবারের সন্তান। 

স্মারকলিপিতে আরও বলা হয়, আর্থিক সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের আশেপাশে অস্বাস্থ্যকর ও নিম্নমানের কটেজ এবং বাসাবাড়িতে অবস্থান করে। অনেক শিক্ষার্থী তাদের নিয়মিত আবাসন এবং খাবারের খরচ যোগান দিতে গিয়ে দিনের অর্ধেক সময় টিউশন, ক্ষুদ্র ব্যবসা ও পার্ট টাইম জবে কাটিয়ে দেয়। এতে নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম থেকে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়ছে।

এছাড়া অনেক শিক্ষার্থী অর্থের যোগান দিতে ব্যর্থ হয়ে নিয়মিত মানসিক ট্রমায় ভুগছে এবং অনেকে নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ছিটকে পড়ছে। এ সকল সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে চবির সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসা অতীব জরুরি।

উপাচার্য শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সচেতনতার কথা উল্লেখ করেন।

এসময় ছাত্রশিবির চবি শাখার শিক্ষা সম্পাদক, অফিস সম্পাদক, প্রচার সম্পাদক, এ এফ রহমান হল সভাপতি, সোহরাওয়ার্দী হল সভাপতি, শহীদ আব্দুর রব হল সভাপতি উপস্থিত ছিলেন।

বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার
  • ২১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের গড় বেতন কত শতাংশ বৃদ্ধির সুপারিশ করবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী কমিটির দায়িত্বে থাকা ১ কর্মীর মরদেহ কুমার…
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল হেলপারের
  • ২১ জানুয়ারি ২০২৬
‘প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অর্থ কমিটিতে সাত কল…
  • ২১ জানুয়ারি ২০২৬
অন্যায়ের প্রতিবাদ করে শতবার বহিষ্কার হতেও রাজি: ফিরোজ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9