রাবি রেজিস্ট্রারের বাসভবনে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভ
বিক্ষোভ  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা ‘হামলাকারীর ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘স্যারের বাসায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ককটেল-বাজির রাজনীতি, চলবে না চলবে না’, ‘বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’ এসব স্লোগান দেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, কোনো পক্ষকে আমরা দোষারোপ করব না যতক্ষণ পর্যন্ত তদন্ত চলমান। আমরা দেখতে চাই বিপ্লবের ৯ মাস পরে এ প্রশাসন কতটা অ্যাকটিভ হয়েছে। আমাদের একটাই প্রশ্ন সেটা হলো ক্যাম্পাসের তিন জায়গায় ফাঁড়ি বসিয়ে রেখেও এর ভেতর থেকে কীভাবে ককটেল নিয়ে যায়? প্রশাসনের দায়বদ্ধতার জায়গা থেকে তারা কতটুকু কাজ করেছে এটা প্রশ্ন থেকে যায়। 

আরো পড়ুন: রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপ, শঙ্কিত শিক্ষকরা

তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ মানুষ, একজন শিক্ষকের যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? এখান থেকে বোঝা যাচ্ছে অপরাজনীতি শুরু হয়ে গেছে। আমাদের ১২ ঘণ্টার যে আলটিমেটাম আমরা চায় এ সময়ের ভেতরে প্রশাসন অনতিবিলম্বে এর তদন্ত করবে। অনতিবিলম্বে এর বিচার করতে হবে এবং অন্যান্য ইস্যুর মতো এ ইস্যুটা যেন ধামাচাপা না পড়ে যায়। 

আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। প্রশাসনের মধ্যে থেকে আমাদের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার যিনি আমাদের সাথে জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন৷ আমরা জানি যে রুয়া নির্বাচনে মাসউদ স্যার পদপ্রার্থী এবং রুয়া, রাকসু নিয়ে যখন আমরা জোর দাবি জানিয়ে আসছি তখনই এমন একটা হামলার ঘটনা ঘটতে দেখা গেল।

তিনি আরো বলেন, এ ঘটনার পিছনে যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্যই মূলত আমাদের আজ এখানে সমাবেশে আসা। আমরা কিছুদিন আগে দেখেছি কুয়েটে যে ঘটনা ঘটেছে সেরকম কোনো ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেন না ঘটে, আমরা এ বিষয়ে সদা তৎপর আছি এবং যে কোনো ধরনের আধিপত্যবাদের রাজনীতি আমরা মোকাবেলা করে যাব।

এ সময় বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন 

প্রসঙ্গত, গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে ৫-৬টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence