খাগড়াছড়ি থেকে অপহৃত চবির ৫ শিক্ষার্থী ফিরে এসেছে

অপহরণ হওয়া চবির পাচঁ শিক্ষার্থী
অপহরণ হওয়া চবির পাচঁ শিক্ষার্থী  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাঁচজন শিক্ষার্থী খাগড়াছড়ি থেকে অপহরণের এক সপ্তাহ পর অবশেষে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। 

তিনি বলেন, অপহৃত এক শিক্ষার্থীর অভিভাবকের সাথে আমরা কথা বলেছি। অপহৃত সকলেই তাদের পরিবারে ফিরে গেছে। এখন তারা পরিবারের সাথে রয়েছে।

এছাড়াও খাগড়াছড়ির অপহৃত শিক্ষার্থীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।  

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অপহৃত শিক্ষার্থীরা এখন তাদের পরিবারের কাছে নিরাপদে রয়েছে—এই তথ্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিপি) পক্ষ থেকেই আমাদের জানানো হয়েছে। শিক্ষার্থীদের উদ্ধারে আমরা অভিযান জোরদার করেছিলাম। তারা অক্ষত অবস্থায় ফিরে এসেছে, এটা আমাদের জন্য স্বস্তির বিষয়। 

এর আগে, গত ১৬ এপ্রিল বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন- রিশন চাকমা, দিব্যি চাকমা, মৈত্রীময় চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরা। তারা সকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

অপহরণের পর শিক্ষার্থীদের সন্ধানে যৌথবাহিনী অভিযান চালায় ইউপিডিএফের একাধিক গোপন আস্তানায়। অভিযানে উদ্ধার হয় চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক পোশাক ও প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!