চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বহিরাগতদের সঙ্গে নিয়ে কয়েকজন ছাত্রকে মারধর ছাত্রদল কর্মীর, ছাত্রীদের হেনস্তা 

১৩ মার্চ ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
কয়েকজন ছাত্রকে মারধর চবি ছাত্রদল কর্মীর, ছাত্রীদের হেনস্তা

কয়েকজন ছাত্রকে মারধর চবি ছাত্রদল কর্মীর, ছাত্রীদের হেনস্তা © ভিডিও থেকে সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন শাখা ছাত্রদলের এককর্মী। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছাত্রীদের হেনস্তাও করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইইআর ভবন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

চজবির লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাকিব ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের কাপিলসহ মোট ৭-৮ জন মিলে হামলা চালায় বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন। 

জানা যায়, আজ বিকেলে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে ও রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফার আলোচনা সভা ও ইফতার মাহফিল চলছিল। হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানের সেচ্ছাসেবক কার্ড ঝুলানো ছাত্রদলকর্মী শাকিব। তিনি মারধর করেছেন বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন। এছাড়া হামলার সময়কালীন কয়েকটি ফুটেজেও হামলাকারী শাকিবের গলায় ছাত্রদলের কার্ড ঝুলতে দেখা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, আমরা পুরাতন আইইআর ভবন প্রাঙ্গণে ইফতার করার জন্য যাচ্ছিলাম। বাস্কেটবল গ্রাউন্ডের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটা বাইক প্রচণ্ড জোরে আসে৷ আমাদের কারণে তাদের বাইক স্লো করতে হয়েছে, সে জন্য তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে ও মারার অঙ্গভঙ্গি করে চলে যায়। এর একটু পর আমরা যখন ইফতার করতে বসি তখন তারা বহিরাগতসহ কয়েকটা বাইক নিয়ে আসে। আমাদের সাথে কোনো কথাবার্তা না বলেই অতর্কিত হামলা করে। এসময় তারা মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। এসময় কয়েকজন নিরাপত্তা কর্মী ও আনসার কর্মী আশেপাশে ছিল। তারা সব দেখেও কিছু করেনি। উলটো হামলাকারীদের চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। 

ভুক্তভোগীরা অভিযোগপত্রে বলেন, এমনকি হামলাকারীরা চলে যাওয়ার সময় আমাদের ছবি ও ভিডিও করে নিয়ে গেছে ও দেখে নেয়ার হুমকি দিয়ে গেছে। এমতাবস্থায় আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। 

প্রক্টর বরাবর দেয়া অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আজারুল ইসলাম বিপ্লব, অর্ণব সরকার, চারুকলার ২০১৯-২০ শিক্ষাবর্ষের অঙ্কিতা বশাক, কনক কুমার চাকমা, মো. রাজিবুল হাসান রূপক, মো, নূর ইকবাল সানি, প্রকৃতি সাহা, জাকিয়া পারভিন ও অনন্যা আচার্য স্বাক্ষর করেন।

এ বিষয়ে জানতে চাইলে চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসেছিলেন। প্রোগ্রাম শেষে আমি উনাকে নিয়ে ব্যস্ত ছিলাম। বাইরে কী হয়েছে সে ব্যাপারে খবর নিতে পারিনি। 

তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী আমাদের কেউ এখন পর্যন্ত মব জাস্টিসের মতো ঘটনায় যুক্ত হননি। এর পরেও আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেব। কারো বিরুদ্ধে যদি প্রমাণ পাই তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদ বিন কামাল চৌধুরী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করেছি। এই নিয়ে আমরা প্রক্টরিয়াল বডিতে আলোচনা করব। অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৫৭, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ জানুয়ারি ২০২৬
পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় নতুন ও নমনীয় শিক্ষণ পদ্ধতি গ্রহ…
  • ১০ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের হাতে আটক চবির আওয়ামীপন্থি শিক্ষক রোমান শুভ
  • ১০ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ১০ জানুয়ারি ২০২৬
আসন সমঝোতায় বিএনপিতে ‘অবিশ্বাস’, জামায়াতে ‘বিভক্তি’
  • ১০ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9