ঢাবির মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তীতে বিশেষ সিম্পোজিয়াম

০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের

মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল অ্যাকাডেমিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানটি শুরু হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মার্কেটিং প্র্যাকটিশনার ও মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট জনাব সৈয়দ আলমগীর।

মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলাম এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক ড. জোহা রহমান।

এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেবেন ইউনিট্রেন্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ক্রিয়েটিভ চিফ জনাব মুনির আহমেদ খান, গানচিলের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব আসিফ ইকবাল, এবং মধুমতি ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মো. শফিউল আজম। এছাড়া প্যানেল আলোচনায় আরও থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রফিউদ্দিন আহমেদ এবং প্রফেসর ড. মো. রিদওয়ানুল হক।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রফেসর ড. মো. রিদওয়ানুল হক, এবং সভাপতিত্ব করবেন মার্কটেল বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও ড. শরীফুল ইসলাম দুলু।

১৯৭৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠা করা হয়। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (MAA), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে । উক্ত অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সকল শিক্ষক এবং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেখেছেন ৮ বার, টাইম ম্যাগাজিনকে নিজের পছন্দের মুভির নাম বলল…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, বিচারের দাবিতে বরিশাল বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন সাবেক ভা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘পাকিস্তান খেলবেই, বিশ্বকাপ বয়কটের সাহস তাদের নেই’
  • ২৯ জানুয়ারি ২০২৬