জন্মদিনে শহীদ ওয়াসিমের স্মরণে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

০৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
শহীদ ওয়াসিমের জন্মদিনে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

শহীদ ওয়াসিমের জন্মদিনে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও স্মরণসভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে মোমবাতি প্রজ্বলন করে সংগঠনটির নেতাকর্মীরা। 

সংক্ষিপ্ত স্মরণসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা শহীদ ওয়াসিমের সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্তি পেতে এদেশের যেসব বীর সন্তানেরা ভুমিকা পালন করেছে তাদের মধ্যে শহীদ ওয়াসিম আকরাম ছিলেন অগ্রগণ্য। শহীদ ওয়াসিম আমাদের প্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ সৈনিক হিসেবে শহীদ ওয়াসিম আমাদের যে পথ দেখিয়েছে, আমরা সেই পথকে সমৃদ্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ওয়াসিমসহ যারা জীবন দিয়ে আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছে তাদের উত্তরসূরি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী বাংলাদেশকে বুকে ধারণ করে সামনের দিনে এগিয়ে যাবে।

স্মৃতিচারণ করে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, শহীদ ওয়াসিম শিক্ষার্থীদের জন্য কাজ করতে গিয়ে লড়াই করে শহীদ হয়েছেন। মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৫ জুলাইও ওয়াসিম আমাকে কল দিয়েছিল। আমার কাছ থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা নিয়েছে। কীভাবে আন্দোলন সামনে আগাবে, কীভাবে সব সংগঠিত করা যায়। আমি তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। পরেরদিনই সে শহীদ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুঁইয়া ইমন ও অন্যান্য নেতৃবৃন্দ।

বেসরকারি শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সুখবর
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিহত জামায়াত নেতার মাথার পেছনটা থেতলানো ছিল: সুরতহাল প্রতিব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ৯৬, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মুক্তি পেয়ে জেলারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষের অভিযোগ তুললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কুলছাত্রকে হত্যা, ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৯ জানুয়ারি ২০২৬