জাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৩ অক্টোবর ২০২৪, ০২:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হলের গেটের নিরাপত্তা নিশ্চিত ও ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি।

এ সময় শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস গটে ছিনতাই কেন? প্রশাসন জবাব চাই’, ‘এম এইচ গেটে নিরাপত্তা নিশ্চিত কর’, ‘সিঅ্যান্ডবি থেকে ডেইরি গেটে পুলিশি টহল জোরদার কর’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী খায়ের মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যাম্পাস-সংলগ্ন গেটে শিক্ষার্থীদের নিরাপত্তা নাই। প্রায় প্রতিদিনই ছিনতাই থেকে শুরু করে নানা ধরনের ঘটছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস গেটে নিরাপত্তা নিশ্চিত করা হোক।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, ‘ক্যাম্পাস-সংলগ্ন গেটে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সাইকেল চুরি হয়, মোবাইল ছিনতাই হয় অথচ প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। গতকাল ক্যাম্পাসের একজন শিক্ষার্থী ছুড়িকাঘাত করার ঘটনা ঘটেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ক্যাম্পাস-সংলগ্ন গেটে আর কোন ছিনতাইয়ের ঘটনা ঘটলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

আরও পড়ুন: লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে, এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন মর্মাহত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুততম সময়ের মধ্যে এম এইচ গেটে পুলিশ বক্স স্থাপনের পদক্ষেপ নেয়া হবে।’

এর আগে শনিবার (১২ অক্টোবর) রাত আটটার দিকে মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাসেল হোসাইন আহত হন।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬