টিএসসিতে প্রথম তৃতীয় লিঙ্গের চায়ের দোকানদার প্রিয়া

০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
তৃতীয় লিঙ্গের প্রিয়া খান

তৃতীয় লিঙ্গের প্রিয়া খান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে শিক্ষার্থীদের কাছে নতুন এক পরিচিতি পেয়েছে তৃতীয় লিঙ্গের প্রথম চায়ের দোকানদার প্রিয়া খান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুদিন আগে ক্যাম্পাসের ভাসমান দোকানগুলো উচ্ছেদের পর অনুমোদনকৃত নতুন করে যে ১১ টি চায়ের দোকান টিএসসিতে রয়েছে তার মধ্যে একটি হলো প্রিয়ার চায়ের দোকান।

প্রিয়া জন্ম ঢাকার সাভারে হলেও বড় হয়েছেন টাঙ্গাইলে৷ প্রায় ২৪ বছর আগে ঢাকায় আসেন তিনি। পূর্বে নাচ গান করে অর্থ উপার্জন করলেও এখন নিজেকে নতুনভাবে সাবলম্বী করে গড়ে তুলতে চান প্রিয়া। তার ভাষ্যমতে, এই দোকান তাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। ২০১৬ সালেও সে দোকান বসানোর পরিকল্পনা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিলেন। 

এ বিষয়ে প্রিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কয়েকবছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসতাম এবং প্রতিটি দোকান থেকে টাকা তুলতাম। আগে নাচ-গান করে অর্থ উপার্জন করে নিজের ভরণপোষণের চাহিদা মেটাতে পারতাম না, তাই মানুষের কাছে হাত পাততে হতো। দোকান বসানোর পর থেকে এখন আর কারো কাছে হাত পাতা লাগে না। আমরা আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকব না। সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

তিনি বলেন, ছাত্র আন্দোলনের সময় আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা সেবার দেওয়া জন্য কাজ করেছি।

প্রিয়া আরো বলেন, মানুষের যে ৫ টি মৌলিক অধিকার রয়েছে তাই চাই এবং বুলিং এর শিকার থেকে মুক্তি চাই।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬