অন্তর্বর্তীকালীন সরকারের শপথে দেশে সরকারহীনতা দূর হয়েছে: ঢাবি সাদা দল

০৯ আগস্ট ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
ঢাবি সাদা দল

ঢাবি সাদা দল © ফাইল ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে সআবগত জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা। শুক্রবার (৯ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তারা জানিয়েছেন—ছাত্র- শিক্ষক ও জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশ ছেড়ে পলায়নের ফলে দেশ যে সরকার বিহীন হয়ে পড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে তা পূরণ হওয়ায় আমরা আনন্দিত। 

বাংলাদেশ এখন একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে সাদা দলের শিক্ষকরা বলছেন, এ সময়ে দায়িত্বভার গ্রহণকারী সরকারের সামনে নানা চ্যালেঞ্জ আছে। বিগত পনের বছরে স্বৈরাচারী সরকার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। কেবল ভোটের অধিকার নয়, মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে। সীমাহীন লুটপাট ও দূর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম সংকটে ফেলে দিয়েছে। 

নগ্ন দলীয়করণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে একই বিবৃতিতে। এছাড়াও বার বার কারিকুলাম পরিবর্তন এবং নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় চরম নৈরাজ্য সৃষ্টি করেছে। এ অবস্থায় নতুন সরকার প্রাধান্য নির্ধারণের মাধ্যমে যথাযথ পরিকল্পনা নিয়ে এসব সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নিবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। 

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের সামনে ৫ চ্যালেঞ্জ

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেয়া এদেশের মানুষের পরম কাঙ্ক্ষিত একটি বিষয় জানিয়ে শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এদেশের মানুষ এজন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। এতে প্রাণ দিয়েছেন অনেকেই। গুম হওয়া ছাড়াও স্বৈরশাসক দ্বারা নিপীড়ন-নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। সর্বশেষ স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করতে গিয়ে গণঅভ্যুত্থানে শতশত ছাত্র-জনতা শাহাদাতবরণ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার এ আন্দোলনে সকল শহিদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আমরা দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

 আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে বদ্ধ পরিকর জানিয়ে শিক্ষকরা বলছেন, একই সাথে আমরা আশা করি, শহিদদের রক্তের ঋণ পরিশোধ ও জনমানুষের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে নেয়াসহ সীমাহীন সমস্যা ও সংকট মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া নিঃসন্দেহে কঠিন কাজ। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন, এ সরকারের বিজ্ঞ সদস্যগণ তাঁদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সফল হবেন।

এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9