এবার বাংলামোটর অবরোধ আন্দোলনকারীদের

  © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগ-চানখারপুল ও পরীবাগ অবরোধের পর এবার রাজধানীর  বাংলামোটর  মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের। আজ রবিবার (৭ জুলাই) বিকেল ৪টার পর ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন তারা।

এর আগে পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ শেষে শিক্ষার্থীদের একটি অংশ দৌড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আসেন এবং চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে মোড় অবরোধ করেন। 

পরীবাগ অবরোধের পর বাংলামোটর মোড় দিয়ে চলাচল করছিলো সকল প্রকার যানবাহন। পরবর্তীতে পরীবাগ থেকে একটি অংশ বাংলামোটর এসে চারপাশ ঘিরে ফেলে এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এর ফলে পরীবাগ ও বাংলামোটরের মধ্যবর্তী অংশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে শিক্ষার্থীরা অসুস্থ ব্যক্তিবাহী যানবাহনগুলোকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।


সর্বশেষ সংবাদ