গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বাহারুল আলম

১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ AM
আইজিপি বাহারুল আলম

আইজিপি বাহারুল আলম © সংগৃহীত ছবি

অবৈধ অস্ত্র, গোপন আস্তানা বা চরমপন্থি তৎপরতার সুনির্দিষ্ট তথ্য পুলিশকে দিলে অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং জননিরাপত্তার স্বার্থে যেকোনো উগ্রবাদী তৎপরতার খবর গোপনে পুলিশকে জানাতে হবে। 

শনিবার দুপুরে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থার ঝুঁকি নিয়ে সতর্ক করে আইজিপি বলেন, সম্প্রতি কিছু বিপজ্জনক বিস্ফোরক ও পরিকল্পনার আলামত পাওয়া গেছে। 

যদিও এসব গোষ্ঠী আগের মতো সক্রিয় নয়, তবুও অস্ত্র উদ্ধার, তল্লাশি ও ঝুঁকিপূর্ণ অভিযানে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি। আইজিপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীল, পেশাদার ও আইনানুগ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নির্বাচন চলাকালে পুলিশের প্রধান লক্ষ্য হবে জনগণ যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা।

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরিস্থিতি অনুযায়ী যতটুকু বলপ্রয়োগ একান্ত প্রয়োজন, কেবল ততটুকুই করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, বলপ্রয়োগ সংক্রান্ত সব নিয়ম সিআরপিসি এবং পুলিশ রেগুলেশনে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং তা কঠোরভাবে অনুসরণ করতে হবে। তিনি আরও জানান, বর্তমানে আইন প্রয়োগে নতুন কোনো বাধা নেই এবং আইনের মধ্যেই থেকে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। কেউ ভয় দেখালে বা অবৈধ সুবিধার প্রস্তাব দিলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে তিনি সতর্ক করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব উল্লেখ করে আইজিপি বলেন, এ ক্ষেত্রে পুলিশের কাজ হবে কমিশনের অধীনে গঠিত এনফোর্সমেন্ট ও ইনকোয়ারি কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা। নির্বাচনের সময় ব্যর্থতার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তন নিয়ে পুলিশের ভাবার প্রয়োজন নেই; বরং পেশাদারিত্ব, আত্মমর্যাদা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রেখে দায়িত্ব পালন করলেই পুলিশের সাফল্য নিশ্চিত হবে।

বিশেষ এই কল্যাণ সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান।

৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9