২১ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৪, ০৭:৫১ PM
‘স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র মাহে রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর এবং নববর্ষ (১লা বৈশাখ)’ উপলক্ষে আগামী মঙ্গলবার (২৬ মার্চ) থেকে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত ২১ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে "স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর এবং নববর্ষ (১লা বৈশাখ)" উপলক্ষে আগামী ২৬ মার্চ (মঙ্গলবার) হতে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
তবে অফিস ছুটির ব্যাপারে এস এম আকবর হোছাইন বলেন, আগামী ৭ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। অফিস এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের বিষয়টি আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জননানো হবে।