মাসে একটি সেমিনার করবেন চবির আইন বিভাগের শিক্ষকরা

২৬ জানুয়ারি ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
চবি আইন বিভাগের মাসিক সেমিনার

চবি আইন বিভাগের মাসিক সেমিনার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের মাসিক সেমিনারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ সেমিনারের যাত্রা শুরু হয়। সে অনুযায়ী প্রতি মাসে একটি করে সেমিনারের আয়োজন করা হবে।

সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শাহীন চৌধুরীর প্রস্তাবনায় আইন বিভাগের শিক্ষকরা প্রতি মাসে একটি করে শিক্ষা-সম্বন্ধীয় সেমিনার আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। এতে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা তাদের গবেষণাপত্র পেশ করতে পারবেন। তারা কথোপকথনের মাধ্যমে একটি গঠনমূলক আলোচনাময় পরিবেশ সৃষ্টি করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল ফারুক, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাকিবা নবী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শাহীন চৌধুরী, অধ্যাপক ড. মুহাম্মদ মইন-উদ্দীন, অধ্যাপক নির্মল কুমার সাহা, সহকারী অধ্যাপক হোসাইন মোহাম্মদ ইউনুস সিরাজী, প্রভাষক সৈকত দাশ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাকিবা নবী বলেন, এ উদ্যোগ আইন বিভাগের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা । এভাবে মাসিক সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান-পিপাসা বৃদ্ধি পাবে এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে একটি বন্ধুসুলভ পরিবেশের সৃষ্টি হবে।

আরো পড়ুন: চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমি

সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ শাহীন চৌধুরী বলেন, এ উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি লাভবান হবে। অধ্যাপক ড. মুহাম্মদ মইন-উদ্দীন বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি উপস্থিত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের যৌথ সহযোগিতা কামনা করছেন।

ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ-আল-ফারুক তাঁর লেখনী ‘The Politics of Sanctions and Human Rights' উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পেশ করেন।

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬