যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য

২৯ জানুয়ারি ২০২৬, ০৬:১২ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি সম্পাদিত

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসিতে একটি সেমিনারে অংশ নিতে তার এই সফর। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে নিজেই।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১ ফেব্রুয়ারি রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশত্যাগ করার কথা রয়েছে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের। পরে ৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি সেমিনারে অংশ নেবেন। সফরে সেমিনারে অংশ নেওয়া ছাড়াও ব্যক্তিগত কাজ রয়েছে বলে জানা গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি দেশের ফেরার কথা রয়েছে তার। আর পরদিন ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে যোগদানের কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বৃহস্পাতিবার (২৯ জানুয়ারি) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছুদিন আগে বিআইআইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে সিনেট ভবনে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। সেটির আরেকটি অংশ আগামী ৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে হবে।

‘‘নির্বাচনের আগে যেতে অনিচ্ছুক ছিলাম। তবে সেখানে না গেলে বড় একটি গবেষণা ফান্ড মিস হবে বলে আয়োজকরা জানিয়েছে। তাই তাদের অনুরোধে আমি অংশগ্রহণ করতে ১ তারিখে আমেরিকা যাচ্ছি। পরে ৭ তারিখে দেশে ফিরে বিশ্ববিদ্যালয় যোগদান। ওইদিন আসনে না পারলে ৮ ফেব্রুয়ারি জয়েন করবো।’’

তিনি আরও বলেন, এটি পুরোপুরি একটি সরকারি সফর। সব প্রক্রিয়া মেনে আমি যাচ্ছি। এটা নিয়ে কোনো বিভ্রান্ত না ছড়াতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি।

অন্যদিকে নির্বাচনের পটপরিবর্তনজনিত কারণকে কেন্দ্র করে তার দায়িত্বে না ফেরার গুঞ্জন উঠেছে বিশ্ববিদ্যালয়ের নানা মহলে। এ বিষয়ে তিনি বলেন, আমি আগে বলেছি, যদি দায়িত্ব ছাড়ি তাহলে আগে থেকে আনুষ্ঠানিকভাবে জানাবো। তাই এমনটাই হওয়ার সুযোগ নেই। এখন আমি ফিরে বিশ্ববিদ্যালয়ের এসে নির্বাচনের আগে সিন্ডিকেটসহ নিয়মিত কাজগুলো করার চেষ্ঠা করবো।

এর আগে আগামী শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে উপাচার্য তার মেয়াদের বিভিন্ন বিষয় তুলে ধরবেন বলে জানা গেছে। আজ বিকেলে জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পের কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আগামী শনিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, যেহেতু নির্বাচন ১২ তারিখে। তাই তখন মিডিয়াসহ সবকিছু সেটা নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য ৩১ জানুয়ারি এটি আমরা আয়োজন করবো।

সেমিনার সংক্রান্ত বিআইআইটির ট্রাস্টের আমন্ত্রণপত্র ঘেঁটে দেখা যায়, আগামী ৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি সেমিনারে তার অংশ নিতে আমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে। আমন্ত্রণপত্রে The Global Faith Forum নামক একটি সেমিনারে তার গেস্ট স্পিকার ও পেনেলিস্ট হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় চাকরিচ্যুতি, সেই মুয়াজ্জি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফেনীতে মাঠে নেমেছে ১৮ প্লাটুন বিজিবি
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি থেকে বহিষ্কার, খুশিতে মিষ্টি বিতরণ
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহার ঘোষণা আগামীকাল
  • ২৯ জানুয়ারি ২০২৬