ঢাবির শিক্ষার্থীবান্ধব হল প্রভোস্ট অধ্যাপক জাকির হোসেন ভূইয়া

১৭ জানুয়ারি ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মাস্টারদা সূর্যসেন হল

মাস্টারদা সূর্যসেন হল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের বর্তমান প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এই অধ্যাপক হলটির দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার দায়িত্ব গ্রহণের একবছর না পেরোতেই শিক্ষার্থীবান্ধব হয়ে ওঠেন। মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসন ও হলের সার্বিক মান উন্নয়নে কাজ করেন অধ্যাপক জাকির হোসেন ভূইয়া। হলে তার নানামুখী উদ্যোগে খুশি শিক্ষার্থীরাও।

গত বছরের ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটসের ১৮ (১) ধারা অনুযায়ী ৩ শর্তে তিন বছরের জন্য হলটির নতুন প্রভোস্ট হিসেবে তাকে নিয়োগ দেন। নিয়োগ পেয়ে সাবেক প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূইয়ার হাত থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে হলটিতে ৫০ লাখ টাকার সংস্কার কাজ চলমান রয়েছে। এরমধ্যে ওয়াশরুমের জন্য ২৮ লাখ টাকার টাইলস এবং ২২ লাখ টাকার আনুষঙ্গিক কাজে ব্যয় হয়েছে। এছাড়াও সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। এই কাজে প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ।

এছাড়াও হলে ৬৫ ইঞ্চি টিভি স্থাপন, বিভিন্ন ব্লকে পানির ফিল্টার স্থাপন, রিডিংরুমে ১২টি ফ্যান, মসজিদে ৬টি কার্পেট ও তিনটি বুকশেলফ, সকল বাথরুমে একটি করে হাই কমোড ও প্যান স্থাপন, হলের উত্তর ও দক্ষিণ ব্লকে চারটি বাথরুম ও টয়লেটে টাইলস স্থাপন, বিতর্ক ধারার রুমের টেবিল ও অনারবোর্ড তৈরি, র‍্যাম্প নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া।

হলের শিক্ষার্থী এ কে এম তৌহিদুজ্জামান অভি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বর্তমান প্রাধ্যক্ষ মহোদয় অত্যন্ত শিক্ষার্থীবান্ধব এবং যথেষ্ট উদ্যোগী একজন মানুষ। দায়িত্ব পাওয়ার পর থেকে হলের অবকাঠামোগত উন্নয়ন এবং যাবতীয় সমস্যা সমাধানের ব্যাপারে উনি সোচ্চার এবং সংকট নিরসনে কাজ করে যাচ্ছেন। ভিসি স্যারও এই হলের সাবেক প্রভোস্ট ছিলেন।

“কাজেই আমরা শিক্ষার্থীরা মনে করি ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলে মিলে একযোগে হলের জন্য কাজ করলে ইনশাআল্লাহ সূর্যসেন হলকে একটি মডেল এবং স্মার্ট হল হিসেবে গড়ে তোলা সম্ভব।”

সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিয়মিত হলে যাওয়া, শিক্ষার্থীদের খোঁজ-খবর রাখা, তাদের সমস্যাগুলো শোনা, প্রশাসনিক কাজ হিসেবে প্রতি মাসে হাউস টিউটরদের সাথে হলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা চেষ্টা করেছি। এছাড়াও মাঝেমধ্যে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ নেওয়ারও চেষ্টা করি। তাছাড়া ছাত্ররা ঠিকমতো হলে থাকে কিনা, পড়াশোনা ঠিকমতো করছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখার জন্য প্রতি ফ্লোরে হাউস টিউটররাও ভিজিট করেন। এ তদারকি করা তাদের দায়িত্ব। 

তিনি আরও বলেন, ক্যান্টিনের খাবার মানসম্মত কিনা তা যাচাই করার জন্য প্রতিনিয়ত ভিজিট করা প্রতিটি হল প্রভোস্টের দায়িত্ব। হল এ আসন নিয়ে কোনো শিক্ষার্থী যেন সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখাও আমাদের দায়িত্ব। ঢাবি প্রশাসন আস্থা রেখেই আমার ওপর দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব যথাযথ পালন করছি।

পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9