ঢাবি চারুকলার ৭৫ বছর পূর্তি উদযাপনে শিল্পকর্ম প্রদর্শনী শুরু

শিল্পকর্ম প্রদর্শনী
শিল্পকর্ম প্রদর্শনী  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলার ৭৫বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে ১২ দিনব্যাপী বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ঢাবি চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য  অধ্যাপক  ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য শিল্পী ও অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, প্রিন্ট মেকিং বিভাগের অনারারি অধ্যাপক সৈয়দ আবুল বাক আল্ভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা। 

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক  ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ দেশের শিল্প-সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করতে অনন্য অবদান রেখে চলেছে। এই অনুষদের শিল্পীবৃন্দ আন্তর্জাতিক অঙ্গনেও অনেক খ্যাতি ও সুনাম অর্জন করেছেন, যা দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। তিনি আরও বলেন, শিল্প-সংস্কৃতি চর্চার পাশাপাশি এই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের অনেক অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ হলেও পূর্ণাঙ্গ হয়নি ঢাবি ছাত্রলীগের কমিটি

পরিশেষে তিনি নান্দনিক, সৃজনশীল ও উদ্ভাবনমুখী শিল্পচর্চার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন  এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন  মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম।

উল্লেখ্য, শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার ও কর্মশালাসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ৭৫বছর পূর্তি উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছে চারুকলা অনুষদ। অনুষদের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে আজ এসব কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষদের জয়নুল গ্যালারীসহ প্রতিটি বিভাগে আয়োজিত এই বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence