প্ল্যাস্টিকের বিনিময়ে বই: চবিতে ব্যতিক্রমধর্মী সংগঠনের যাত্রা

প্ল্যাস্টিকের বিনিময়ে বই: চবিতে ব্যতিক্রমধর্মী সংগঠনের যাত্রা
প্ল্যাস্টিকের বিনিময়ে বই: চবিতে ব্যতিক্রমধর্মী সংগঠনের যাত্রা  © টিডিসি ফটো

দিন দিন পরিবেশ দূষণ বাড়ছে। এতে বিপন্ন হচ্ছে জন জীবন। এর থেকে বাদ যাইনি প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসও। প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার সে দূষণকে আরও বাড়িয়ে দিয়েছে। 

দূষণ প্রতিরোধে এক হয়ে কাজের অঙ্গিকার নিয়ে চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান বুলবুলের নেতৃত্বে কয়েকজন মেধাবী ও সচেতন শিক্ষার্থী 'প্ল্যাস্টিকের বিনিময়ে বই' নামে বেশ কয়েকদিন আগে এক অভিনব কর্মসূচি চালু করে। খুব অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে সচেতন শিক্ষার্থীদের মাঝে ওই কার্যক্রম দারুণ সাড়া ফেলে। 

সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত, সদস্যদের আত্মোন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণা, এই লক্ষ্যগুলোকে সামনে রেখে এবার সেই কার্যক্রমকে গতিশীল করতে এটিকে  সাংগঠনিক রূপ দেয়া হয়। সোমবার (৩০ অক্টোবর) ২০২৩-২৪ কার্যবর্ষের কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 'প্ল্যাস্টিকের বিনিময়ে বই' নামের এই সংগঠনটি।

এতে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ রানাকে সভাপতি  ও রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গিরেন্দ্র চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়। অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি হিসেবে মো. মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও মোনেম শাহরিয়ার শাওন, সাংগঠনিক সম্পাদক ধন রঞ্জন ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক আশিফ রায়হান ও নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক শাহজালাল শাহিন, সহ-অর্থ সম্পাদক নাঈম হাসান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল ও উপ দপ্তর সম্পাদক সুস্মিতা চক্রবর্তী।

20c0d937-b607-463f-b474-8f48bc71ef4f

এছাড়া পাঠচক্র বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন এ কে কায়েস, সহ-পাঠচক্র বিষয়ক সম্পাদক বেনুমাধব দাশ, প্রচার সম্পাদক মনোরঞ্জন রায় উত্তম, সহ-প্রচার সম্পাদক সাব্বির রশিদ প্রামানিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পান্ডব চাকমা, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুকুল রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রীতম দাস, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক জুহেস ত্রিপুরা, টেকসই উন্নয়ন ও ইনোভেশন সেল সম্পাদক জয়নাল আবেদীন ফাহিম এবং রাশেদুল ইসলাম। 

সংগঠনটির সভাপতি মাসুদ রানা বলেন, বর্তমানে যে হারে পরিবেশ দূষিত হচ্ছে তা নিয়ে আমরা শিক্ষিত তরুণেরা উদ্বিগ্ন। বিশেষ করে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার, অব্যবস্থাপনা ও পুনর্ব্যাবহারের অভাব পরিবেশকে হুমকির মুখে ফেলছে। প্লাস্টিক ব্যবহার কমানো, পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যাত্রা।

সাধারণ সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী বলেন, সময় এসেছে পরিবেশ নিয়ে ভাবার, কিছু করবার। 'প্লাস্টিকের বিনিময়ে বই' এর মাধ্যমে আমরা কিছু করতে চাই, করে দেখাতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ পরিবেশের রক্ষায় সচেতনতা সৃষ্টি ও বই পড়ার মাধ্যমে মেধাভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence