৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন করবে চবির মার্কেটিং বিভাগ

শুক্রবার চবি মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ২য় পুনর্মিলনী ও বিভাগের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে বিভাগের শিক্ষকবৃন্দ
শুক্রবার চবি মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ২য় পুনর্মিলনী ও বিভাগের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে বিভাগের শিক্ষকবৃন্দ   © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ২য় পুনর্মিলনী ও বিভাগের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বুধবার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপ-উপচার্য প্রফেসর বেনু কুমার দে এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।

অনুষ্ঠানের দিন সকালে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। পরে উদ্বোধনী অনুষ্ঠান, "Past, Present and Future of Marketing" শীর্ষক একটি এলুমনাই টক, স্মৃতিচারণ পর্ব এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শোর মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।

অনুষ্ঠানের বিষয়ে বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, আগামী শুক্রবারের অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে আমরা যাবতীয়  প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে। আশাকরি সুন্দর ভাবে দিনটি শেষ করতে পারবো।

পূনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী অনুষ্ঠানের ব্যাপ্তি সম্পর্কে বলেন, এ আয়োজনে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এছাড়া বর্তমান শিক্ষার্থীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহন করতে যাচ্ছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence