সাপের ছোবলে আহত হাাসিবুল ইসলাম © টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু হলের পাশে এক শিক্ষার্থী সাপের ছোবলে আহত হয়েছেন। কয়েকজন বন্ধু মিলে বঙ্গবন্ধু হলের দিকে হাটতে গেলে শুক্রবার (১৮আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ছাত্র দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসিবুলের বন্ধু জাহেদুল ইসলাম রাফি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চিকিৎসক বলেছেন তাকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে স্যালাইন চলছে। বন্ধুরা তার পাশে আছে।
এ বিষয়ে কথা বলতে প্রক্টর নুরুল আজিম সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।