জাবির সিনেট অধিবেশনের শুরুতেই হট্টগোল, বিএনপিপন্থীদের ওয়াকআউট
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বার্ষিক সিনেট অধিবেশনে সিনেটরদের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পরেও নির্বাচন ছাড়া সিনেট অধিবেশনে আহ্বান করার প্রতিবাদে ওয়াকআউট করেছেন বিএনপিপন্থী সিনেটররা।
আজ শনিবার (২৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বাজেট অধিবেশনের শুরুতে উপাচার্যের অভিভাষণের পর এ ঘটনা ঘটে।
এরপর পয়েন্ট অর্ডারে দাড়িয়ে সিনেটরদের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পরেও সিনেট অধিবেশনে যোগ দেওয়ায় নিজেদের লজ্জিত দাবি করেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। এরপর তিনি ওয়াকআউট করার কথা বলেন।
অধিবেশনে বিএনপিপন্থী সিনেটর অধ্যাপক শামসুল আলম সেলিম ওয়াকআউট ঘোষণা করলে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি মোতাহার হোসেন মোল্লা তাকে বেয়াদব বললে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। এ সময় তিনি মেজাজ হারিয়ে মারতে তেড়ে যান সেলিমের দিকে।
পরে উপাচার্যের অনুরোধে মোহাতার হোসেন মোল্লাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলে পরিবেশ স্বাভাবিক হয়।
সিনেট সদস্য অধ্যাপক কামরুল আহসান সাংবাদিকদের বলেন, এই প্রশাসনকে বার বার বলার পরও বিভিন্ন প্রশাসনিক পর্ষদে নির্বাচন দেয় নি। এই যৌক্তিক কথা বলার জন্য এভাবে অপমানিত হতে হয়। ওই সিনেট সদস্যের বলা বেয়াদব শব্দটি সিনেট থেকে এক্সপাঞ্জ করতে হবে।
১০ মিনিটের ওয়াকয়াউটের সময় সিনেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম দুইটি আলোচ্যসূচি সিনেট থেকে পাশ করিয়ে নেন।