ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জয়ী যারা

সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ফল ঘোষণা করেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ
সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ফল ঘোষণা করেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল 'গণতান্ত্রিক ঐক্য পরিষদ' এর ২৫ জন প্রার্থীই নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ ফলাফল প্রকাশ করেন।

গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১১ হাজার ৯৭৬। আর ১১ হজার ৮৩৩ ভোট পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম গোলাম রব্বানী দ্বিতীয় এবং ১১ হাজার ৭৬০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন নুজহাত চৌধুরী।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলি ১৯ মে

নির্বাচিত বাকি প্রতিনিধিরা হলেন- অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, অধ্যাপক এম অহিদুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ডা. মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, এইচ. এম. বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, নিজাম চোধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, ইকবাল মাহমুদ বাবলু, ডা. মোহাম্মদ হোসেন, মো. মুরশেদুল কবীর ও রঞ্জিত কুমার সাহা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence