তিন দশক পর রাবির লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী

১৮ মার্চ ২০২৩, ০২:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
তিন দশক পর রাবির লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী

তিন দশক পর রাবির লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী © টিডিসি ফটো

তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোক প্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনীতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হৈ-হুল্লোড় আর আড্ডায় মেতে উঠেছেন বিভাগটির প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা। পুরোনো স্মৃতি ফিরে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা যায় শিক্ষার্থীদেরকে।

শনিবার ( ১৮মার্চ) সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম। ‘লোক প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (রুপার) আয়োজনে এ পুনর্মিলনীতে অংশ নিয়েছেন বিভাগের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী।

‘লোক প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (রুপা) সভাপতি ও বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো.  সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও লোক প্রশাসন  বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নূরুল মোমেন।

New Project - 2023-03-18T143031-661

সরেজমিনে ঘুরে দেখা যায়, পুনর্মিলনীকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন ও লোক প্রশাসন বিভাগের ভেতর ও বাইরে ব্যানার ফেস্টুন এবং বর্ণিল আলোক সাজে সজ্জিত করা হয়েছে। তাত্ত্বিক পঠনপাঠনকে শিক্ষা উপকরণের মধ্য দিয়ে বাস্তবে রূপ দিয়ে বিভাগকে সজ্জিত করা হয়েছে।

পরে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, রবীন্দ্র ভবন, প্যারিস রোড, প্রশাসন ভবনসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মিলিত হয়। এরপরে শুরু হয় আলোচনা সভা।

New Project - 2023-03-18T143139-459

অনুষ্ঠান অংশ নিয়ে উচ্ছ্বসিত হয়ে ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. হাবিব উল্লাহ বলেন, দীর্ঘদিন পর আমাদের লোক প্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনীতে এসে খুবই ভালো লাগছে। বিভাগের সিনিয়র ভাই-আপু ও জুনিয়রদের সাথে মিলিত হতে পেরে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হচ্ছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। ভালোবাসার এই বন্ধন (বিভাগ) এভাবেই আমাদেরকে আজীবন কাছে রাখবে। দুই দিনব্যাপি এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হোক সেই প্রত্যাশা করি।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন'র সভাপতি অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিক্ষা ব্যবস্থার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালে বিভাগে অনুষ্ঠিত রজতজয়ন্তী উৎযাপন অনুষ্ঠানে আমরা একটি অ্যালামনাই কমিটি গঠন করি। বর্তমানে এ সংগঠনের নিবন্ধিত সদস্য সংখ্যা প্রায় চার শতাধিক। নিবন্ধিত সদস্যদের নিকট থেকে প্রাপ্ত ফি বাবত ১০ লক্ষ টাকা আমরা ব্যংকে রেখেছি যা থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে বিভাগের অধ্যয়নরত অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করা হবে। প্রাক্তন-বর্তমান সবাইকে অ্যালামনাইয়ে পেয়ে আমার কাছেও খুব ভালো লাগছে।

New Project - 2023-03-18T143204-077

অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক ও বিভাগটির সভাপতি নূরুল মোমেন বলেন, আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে ও সুষ্ঠুভাবে এ আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি। চেষ্টা করেছি সবার চাওয়া পাওয়াগুলো পূরণ করার। অনুষ্ঠানটি সফল করতে যারা সময় ও শ্রম দিয়ে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানের প্রাণ হলের প্রাক্তন শিক্ষার্থীরা। যারা দূরদূরান্ত থেকে এসে অনুষ্ঠানটি প্রাণবন্ত করেছেন তাতে আমি ধন্য। পাশাপাশি বিভাগের বর্তমান শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের বরণ করে নেওয়ার জন্য যে উদ্দীপনা দেখিয়েছে তাতে আমি অভিভূত। এসময় তিনি বিভাগের প্রথম পুনর্মিলনী আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে লোক প্রশাসন বিভাগের প্রথম পূনর্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যাম্পাস মাতাতে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে গান পরিবেশনা করবেন ’শিরোনামহীন’ ব্যান্ড।

এছাড়াও দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে- উন্মুক্ত আড্ডা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও কমিটি গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ থাকছে ফটোসেশানের আয়োজন।

কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতা হামিমকে দেখে খোঁজ নিলেন তারেক রহমান
  • ১২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীর কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9