বঙ্গবাজারের আগুনে সাহসিকতার স্বীকৃতি

ঢাবি শিক্ষার্থী আহসান উল্লাহ পেলেন গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড

১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ © ফাইল ছবি

২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানী ঢাকার বঙ্গবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভানো ও উদ্ধারকাজে অসাধারণ সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ। এ বছর সারাদেশ থেকে মাত্র তিনজন এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হন।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড সেইসব সদস্যকে প্রদান করা হয়, যারা জীবননাশের ঝুঁকি উপেক্ষা করে অসাধারণ সাহস, আত্মত্যাগ ও মানবিক দায়িত্ববোধের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ভূমিকা রাখেন। এটি স্কাউটসের অন্যতম সর্বোচ্চ সম্মাননা।

এই অর্জনের মাধ্যমে আহসান উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি এবং কক্সবাজার জেলার প্রথম ব্যক্তি হিসেবে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড লাভ করলেন। এর আগে দেশের ইতিহাসে শহীদ মীর মুগ্ধসহ কয়েকজন বীর স্কাউট এই সম্মাননায় ভূষিত হয়েছেন।

২০২৩ সালে বঙ্গবাজার অগ্নিকাণ্ড ছিল দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমন চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আহসান উল্লাহ আগুন, ধোঁয়া ও বিস্ফোরণের ঝুঁকি উপেক্ষা করে সরাসরি উদ্ধার ও আগুন নেভানোর কার্যক্রমে অংশ নেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহায়তায় তিনি সক্রিয় ভূমিকা রাখেন, যা পরবর্তীতে কর্তৃপক্ষের মূল্যায়নে বিশেষভাবে প্রশংসিত হয়।

আহসান উল্লাহ বর্তমানে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (DURS) রিসার্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ স্কাউটসের সঙ্গে যুক্ত থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, দুর্যোগ ব্যবস্থাপনা ও যুব নেতৃত্ব বিকাশে কাজ করে আসছেন। এর আগে তিনি স্কাউটসের প্রতিনিধি হিসেবে ভারতে আন্তর্জাতিক স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং ২০২৪ সালের নভেম্বরে জাপানে আন্তর্জাতিক স্কাউটিং কর্মশালায় দায়িত্ব পালন করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় আহসান উল্লাহ বলেন, এই সম্মান আমার একার নয়। সেদিন যারা জীবনের ঝুঁকি নিয়ে একসঙ্গে কাজ করেছেন এবং যারা নীরবে সাহস ও দোয়া জুগিয়েছেন—এই স্বীকৃতি তাদের সবার। এটি আমাকে আরও দায়বদ্ধ করে তুলেছে।

বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ৩২০, আবেদন অভিজ্ঞত…
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দাবিতে প্রাথমিক শিক্ষা অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশ নেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, পদ ৩০, আ…
  • ১১ জানুয়ারি ২০২৬
আজ ঘটনাবহুল সেই ওয়ান-ইলেভেন, ১৯ বছর আগে এই দিনে কী ঘটেছিল
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ছয়
  • ১১ জানুয়ারি ২০২৬
ইরানে যতবার বিক্ষোভ হয়, ততবারই তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9