ছাত্রীদের গাছে উঠা নিষিদ্ধ করলো ঢাবির রোকেয়া হল

রোকেয়া হল ও নোটিশ
রোকেয়া হল ও নোটিশ   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের গাছে না উঠার জন্য হল কতৃপক্ষের একটি নোটিশের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নোটিশটির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন একজন শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

এক বাক্যের নোটিশে লিখা ছিল ‘সকল ছাত্রীদের’ যা একটি বাক্যগত ত্রুটি এবং ‘সম্পূর্নভাবে’ শব্দের বানান ভুল ছিল।

নোটিশে লিখা ছিল, ‘রোকেয়া হলের সকল ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনে/রাতে গাছে উঠা সম্পূর্নভাবে নিষেধ।’

হলের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে হলের একজন ছাত্রী গাছে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। যে কারণে হল কর্তৃপক্ষ আজ এই নির্দেশনা। 

কতৃপক্ষের এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই নিচ্ছেন শিক্ষার্থীরা। তারা জানান, রাতে ফল পাড়তে অনেকেই গাছে উঠেন। ফলে যেকোন সময় পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। 
 
এ বিষয়ে জানতে রোকেয়া হলের প্রাধ্যক্ষকে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।


সর্বশেষ সংবাদ