বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে সার্চ কমিটি গঠনের প্রস্তাব

ইউজিসি
ইউজিসি  © ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রণীত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ (সংশোধিত)-এর খসড়ায় এ নতুন বিধান যুক্ত করা হয়েছে।

খসড়া অনুযায়ী, ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে সাত সদস্যের সার্চ কমিটি গঠন করা হবে। এ কমিটি উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহবান করবে। যাচাই-বাছাই শেষে প্রতিটি পদের জন্য তিনজন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে (চ্যান্সেলর হিসেবে) সুপারিশ করবে তারা।

বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে উপাচার্য ও অন্যান্য শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে থাকে, যেখানে ইউজিসির ভূমিকা সীমিত। নতুন আইন কার্যকর হলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

খসড়ায় প্রস্তাব করা হয়েছে—ভর্তি শেষে শিক্ষার্থীদের টিউশন ও অন্যান্য ফি বাড়ানো যাবে না। সব ধরনের ফি কাঠামো ইউজিসির অনুমোদনসাপেক্ষে নির্ধারণ করতে হবে। অন্য কোনো নামেও অতিরিক্ত ফি আদায় করা নিষিদ্ধ করা হয়েছে।

খসড়ায় আইন লঙ্ঘনের শাস্তিও বাড়ানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিধান ভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। জাল সনদ তৈরি বা অননুমোদিত ক্যাম্পাস পরিচালনার ঘটনায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ন্যূনতম দুই বছর বন্ধ রাখার প্রস্তাবও আছে এতে।

আরও পড়ুন: ট্রাস্টি বোর্ডে একই পরিবারের ৫ জনের বেশি সদস্য নয়

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে ভবনের আয়তন ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার বর্গফুট এবং নিজস্ব জমির পরিমাণ ১ একর থেকে বাড়িয়ে ৫ একর করার প্রস্তাব করা হয়েছে। পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোর জন্য জমির শর্ত কিছুটা শিথিল থাকবে।

ইউজিসি সূত্র জানায়, সংশোধিত আইনের খসড়াটি শিগগির চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় তা কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বর্তমানে দেশে ১১৬টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১০৫টিতে পাঠদান চলছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।


সর্বশেষ সংবাদ