সাপ্তাহিক ছুটির দিন যেভাবে কাটাতে পারেন

২৬ নভেম্বর ২০২৫, ০১:০১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:০১ PM
ছুটির দিন

ছুটির দিন © সংগৃহীত

সপ্তাহের প্রতিটি দিনই আমাদের জীবনকে ব্যস্ততায় ভরিয়ে তোলে—ক্লাস, অফিস, ট্র্যাফিক, কাজের ডেডলাইন আর ব্যক্তিগত চাপ যেন একে অপরের পেছনে ছুটছে। ঠিক এই কারণেই সাপ্তাহিক ছুটি মানে শুধু বিশ্রামের সময় নয়, বরং নিজের সঙ্গে দেখা করার সুযোগ, প্রিয়জনদের সময় দেওয়ার উপলক্ষ্য, এবং মানসিকভাবে নিজেকে রিচার্জ করার সোনালি মুহূর্ত। তবে প্রশ্ন হলো—এই একদিন বা দুইদিনের ছুটি কীভাবে কাটালে তা হবে সবচেয়ে অর্থবহ, প্রশান্তিকর আর কার্যকর? চলুন দেখে নিই কিছু সহজ কিন্তু প্রভাবশালী উপায়, যেগুলো আপনার ছুটির দিনটিকে করে তুলতে পারে আরও সুন্দর ও প্রাণবন্ত।

ঘুমিয়ে নয়, সময় বুঝে বিশ্রাম নিন
সপ্তাহজুড়ে ব্যস্ততার পর ছুটির দিনে একটু ঘুমানো জরুরি, তবে অতিরিক্ত ঘুম নয়। সকালে একটু দেরি করে উঠলেও একটি নির্দিষ্ট সময় ধরে ঘুমানো অভ্যাস করুন। এতে শরীর ও মন দুই-ই সতেজ থাকবে।

নিজের পছন্দের কাজকে সময় দিন
সপ্তাহের অন্যান্য দিনে সময় না পাওয়া যে-সব কাজে আপনার আনন্দ হয়—বই পড়া, গান শোনা, ছবি আঁকা, রান্না করা কিংবা গাছপালা দেখভাল—সেগুলো করুন ছুটির দিনে। নিজের শখগুলো জীবনের রং বাড়ায়।

পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান
ছুটির দিন পরিবারের সঙ্গে একসাথে খাওয়া, গল্প করা কিংবা কোথাও ঘুরতে যাওয়া মানসিক প্রশান্তি দেয়। ছুটির দিনটিকে পরিবারকে দেওয়ার একটি বিশেষ সুযোগ হিসেবে ব্যবহার করুন।

প্রযুক্তির থেকে একটু দূরে থাকুন
সপ্তাহজুড়ে মোবাইল, কম্পিউটার, ই-মেইল ও নোটিফিকেশনের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেন অনেকেই। ছুটির দিনে অন্তত কয়েক ঘণ্টা সব ধরনের স্ক্রিন থেকে বিরত থেকে প্রকৃতি বা নীরবতায় সময় কাটানোর চেষ্টা করুন।

হালকা ব্যায়াম বা হাঁটা
সকালে হালকা ব্যায়াম বা বিকেলে একটু হাঁটাহাঁটি রক্তসঞ্চালন বাড়ায়, মানসিক চাপ কমায় এবং শরীরকে কর্মক্ষম রাখে। ব্যায়াম না হলেও ছাদে বা পার্কে কিছুক্ষণ হাঁটুন।

ভালো কিছু খান, তবে ভারি খাবার নয়
একা একা বা পরিবারের সঙ্গেই ছুটি কাটান না কেন, একটু বিশেষ খাবারের ব্যবস্থা করুন। পছন্দের খাবার রাঁধুন বা বাইরে খান। তবে সাবধান, ফাস্টফুড বা অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকাই ভালো। 

নতুন কিছু শিখুন বা পরিকল্পনা করুন
ছুটির দিনে অল্প কিছু সময় রেখে দিন নতুন কিছু শেখার জন্য—যেমন একটি অনলাইন কোর্স দেখা, নতুন রেসিপি ট্রাই করা, বা পরের সপ্তাহের কাজের পরিকল্পনা করা। এটি আগামী সপ্তাহকে আরও সুসংগঠিত করবে।

নিজেকে সময় দিন, নিজেকে বুঝুন
নিজের অনুভূতির দিকে মনোযোগ দিন। ছুটির দিনটা হতে পারে আত্মসমালোচনার দিন নয়, বরং আত্মপর্যালোচনার দিন। এক কাপ কফির সঙ্গে আয়নায় নিজেকে একটু সময় দিন।

সাপ্তাহিক ছুটি মানেই অলস দিন নয়—বরং এদিনের পরিকল্পনা ঠিক থাকলে এটি হতে পারে আপনার সবচেয়ে ফলপ্রসূ দিন। শরীর-মনকে বিশ্রাম দিয়ে, প্রিয়জনদের সময় দিয়ে, নিজের খুশির কাজগুলো করে কাটান আপনার ছুটির দিন।

রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9