বাগেরহাট শহর তৈরি হচ্ছে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ১১ মে ২০২৫, ০৯:২৯ AM
বাগেরহাটের পর্যটন শিল্পের প্রসারে অত্যাধুনিক সুবিধা সম্বলিত ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ মে ) বিকালে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোটেলটির উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ শাহিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা।
নাসরীন জাহান বলেছেন, বিশ্বের দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন-ষাটগম্বুজ মসজিদকে কেন্দ্র করে বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে তৈরি করা হচ্ছে। এজন্য হযরত খানহাজান (রহ.) মাজার শরীফের গেট এলাকায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য ‘পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন’ নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক এই মোটেলটি বাগেরহাট অঞ্চলের পর্যটনশিল্প বিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশের জিডিপিতে পর্যটনশিল্প বৃদ্ধিতেও অবদান রাখবে।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক সচিব ড. মশিউর রহমান, ড. ফরিদুল ইসলাম, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর অতিথিরা নামফলক উন্মোচন ও ফিতা কেটে মোটেলে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন।
২০১৭ সালে বাগেরহাটের রণবিজয়পুরে খানজাহান আলী (রহ.)–এর মাজারের প্রধান ফটকের পাশে ৩২ শতাংশ জমিতে মোটেল নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও, একাধিকবার কাজ বন্ধ ও ঠিকাদারি প্রতিষ্ঠান বদলের কারণে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মোটেলটির নির্মাণ সম্পন্ন হয় চলতি বছরের শুরুতে।
সাত তলা এই ভবনে রয়েছে ৩০টি কক্ষ, ৫০ আসনের একটি রেস্টুরেন্ট, অফিস কক্ষ, অভ্যর্থনা কেন্দ্র, বারবিকিউ রুম এবং গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা। পুরো ভবনের আয়তন ২,৭৬০ বর্গমিটার।