হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার © সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে নতুন নতুন ফিচার উপহার পান ব্যবহারাকারীরা। মেটার মালিকানাধীন সংস্থার জনপ্রিয় চ্যাটিং অ্যাপ সব সময়ই চেষ্টা করে নতুন চমক দিতে। এবার সে তালিকায় যোগ হচ্ছে নতুন ফিচার। ফেসবুক, লিংকডইনের মতো এখানেও কাভার ফটো ব্যবহার করা যাবে। এই ফিচার শিগগিরি যোগ হবে বলেই দাবি করা হয়েছে।
এই ফিচার ইউজারদের নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করতে এবং প্রোফাইলকে ব্যক্তিগত ও আকর্ষণীয় করতে সাহায্য করবে। প্রোফাইল ছবির মতোই কাভার ফটোও সোশাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টকে ব্যক্তিগত রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনও সুবিধাটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই পাওয়া যেত। সব কিছু ঠিক থাকলে এবার সব ইউজাররাই এই সুযোগ পাবেন।
জানা গেছে, আইওএস ও অ্যান্ড্রয়েড- দুই ধরনের ফোনেই এটা আনার আলোচনা শুরু হয়েছে। তবে পুরো বিষয়টিই পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শিগগিরই নতুন এই ফিচার আসতে চলেছে বলে খবর। স্ট্যাটাসের ছবিকে আরও আকর্ষণীয় এবং অভিনব করে তুলতেই নতুন এআই ফিচার আসতে চলেছে।
আরও পড়ুন: শেষ পর্যন্ত গুগলের ওপরই ভরসা রাখল অ্যাপল
জানা গেছে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত নতুন টুলস দেখা যাবে। সেগুলোর মাধ্যমে তৎক্ষণাৎ স্ট্যাটাসে দেওয়ার জন্য নির্বাচিত ছবি এডিট করতে পারবেন ইউজাররা। এতদিন ছবি এডিট করতে অন্য সফটওয়্যার ব্যবহার করতে হতো।
এবার সেই দিন শেষ। হোয়াটসঅ্যাপের মধ্যেই পেয়ে যাবেন এডিটিং টুলস। তাও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। তবে শুধু ছবি এডিটিংই নয়। আরও কিছু তাক লাগানো ফিচার থাকবে। খবর: সংবাদ প্রতিদিন