ওপেনএআইয়ে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ডিজনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ AM
বিশ্বের শীর্ষ বিনোদন প্রতিষ্ঠান ডিজনি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআইয়ে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। একই সঙ্গে ওপেনএআইয়ের ভিডিও নির্মাণ প্ল্যাটফর্ম ‘সোরা’-তে ডিজনির চরিত্র ব্যবহারের অনুমতিও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এটি সোরা প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রথম বড় ধরনের চরিত্র-লাইসেন্সিং চুক্তি। এর মাধ্যমে সরাসরি এআইভিত্তিক কনটেন্ট তৈরির জগতে প্রবেশ করল ডিজনি।
চুক্তি অনুযায়ী, সোরা ব্যবহারকারীরা ২০০টির বেশি ডিজনি চরিত্র নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এর মধ্যে রয়েছে মিকি ও মিনি মাউস, এরিয়েল, সিনড্রেলা ও বেলসহ জনপ্রিয় ডিজনি প্রিন্সেসরা। পাশাপাশি ফ্রোজেন, মোয়ানা ও টয় স্টোরির চরিত্রও ব্যবহার করা যাবে।
এ ছাড়া মার্ভেল ও লুকাসফিল্মের চরিত্র ব্যবহারের অনুমতিও মিলবে। এর মধ্যে রয়েছে ব্ল্যাক প্যান্থার এবং স্টার ওয়ার্সের ইয়োদার মতো চরিত্র। তবে এই চুক্তির আওতায় কোনো অভিনেতার মুখ বা কণ্ঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি; কেবল অ্যানিমেটেড চরিত্র ব্যবহারের সুযোগ থাকবে। চুক্তির অংশ হিসেবে চ্যাটজিপিটিতেও পরিবর্তন আসবে। ব্যবহারকারীরা ডিজনির চরিত্র ব্যবহার করে ছবি তৈরির অনুরোধ করতে পারবেন।
ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট আইগার এক বিবৃতিতে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ সময় তৈরি করেছে। এই সহযোগিতার মাধ্যমে ডিজনি দায়িত্বশীলভাবে গল্প বলার পরিসর বাড়াতে চায়। সৃজনশীল মানুষ ও তাদের কাজের সুরক্ষা ডিজনির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেন, ডিজনি বিশ্বজুড়ে গল্প বলার ক্ষেত্রে স্বর্ণমানদণ্ড স্থাপন করেছে। এই অংশীদারত্ব নতুন প্রজন্মের সৃষ্টিশীলতাকে উৎসাহিত করবে এবং এআই ও সৃজনশীল শিল্প একসঙ্গে কাজ করতে পারে—তার একটি উদাহরণ তৈরি করবে।
প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। এ সময় এটি আংশিকভাবে একচেটিয়া থাকবে বলে ইঙ্গিত দিয়েছে ডিজনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সোরা প্ল্যাটফর্মে চরিত্র ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে এবং কীভাবে চরিত্র ব্যবহার করা যাবে, তা ডিজনিই নির্ধারণ করবে।
এর আগে ডিজনি একাধিক এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। সম্প্রতি গুগলকেও এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ডিজনির অভিযোগ, কিছু এআই টুল ব্যবহারকারীদের এমন ছবি ও ভিডিও তৈরির সুযোগ দিচ্ছে, যা তাদের কপিরাইট লঙ্ঘন করছে। এই প্রেক্ষাপটে ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিটিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এটি এআই ও বিনোদন শিল্পের সম্পর্কের নতুন দিক উন্মোচন করল।