এখন অনলাইনেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ, করবেন যেভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৩৮ PM
মেট্রোরেলের স্থায়ী কার্ড (র্যাপিড পাস ও এমআরটি পাস) রিচার্জে এখন আর কার্ড রিচার্জ করতে স্টেশন বা ব্যাংকের বুথে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রোস্টেশনে এ সেবার উদ্বোধন করা হয়।
সেবাটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক সেতু ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার।
যেভাবে রিচার্জ করা যাবে
১. ডিটিসিএর ওয়েবসাইট/অ্যাপে অ্যাকাউন্ট খুলে লগইন
২. রিচার্জ অপশনে গিয়ে কার্ড নির্বাচন (র্যাপিড বা এমআরটি পাস)
৩. পেমেন্ট মাধ্যম বাছাই — ব্যাংক কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব অনলাইন ব্যাংকিং
৪. টাকা পরিশোধের পর স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড একবার স্পর্শ করে রিচার্জ সম্পন্ন করতে হবে।


অনলাইনে টাকা লোড করার পর এভিএমে স্পর্শ না করা পর্যন্ত তা অপেক্ষমাণ (Pending) অবস্থায় থাকবে। অপেক্ষমাণ টাকা ৩ মাস বৈধ থাকবে।
৩ মাসের মধ্যে এভিএমে টাচ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। ১০% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। যাত্রী চাইলে ৭ দিনের মধ্যে নিজেই টাকা ফেরত চাইতে পারবেন—এ ক্ষেত্রেও ১০% ফি প্রযোজ্য।
এরই মধ্যে মেট্রোরেলের ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন বসানো হয়েছে। শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের লিংকের মাধ্যমে রিচার্জ করা যাবে। এছাড়া ডিসেম্বর থেকে একটি অ্যাপও চালু হবে, যেখানে আরও সহজে টাকা রিচার্জ করা যাবে।
সেবাটি বাস্তবায়নে কাজ করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এসএসএল'র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান।