ভূমিকম্পে কল ফ্রি করল এক মোবাইল অপারেটর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। 

আজ আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে ভূমিকম্প হওয়ার পর আপনজনদের খোঁজখবর নিতে দুই ঘন্টা কল ফ্রি করে দিয়েছে মোবাইল অপারেটর বাংলালিং। বাংলালিং ডিজিটালের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, আশা করি ভূমিকম্প থেকে সবাই নিরাপদে আছেন। আপনজনের খোঁজখবর নিতে আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত যেকোনো লোকাল নম্বরে ফ্রি কথা বলুন। আপনার জন্যেই আমরা – বাংলালিংক।


সর্বশেষ সংবাদ