অ্যাপলকে টেক্কা দিতে বাজারে আসছে ট্রাম্প মোবাইল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:২২ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৭ PM
অ্যাপলকে টেক্কা দিতে বাজারে ‘ট্রাম্প মোবাইল’ আনতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোবাইল ফোন বিক্রির পাশাপাশি টেলিকম সেক্টরেও পা রাখবে ট্রাম্পের পরিবার।
গত সোমবার এ তথ্য সামনে এনে ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প বলেন, আমাদের এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ। ‘মেক আমেরিকা ফার্স্ট অ্যাগেইন’, এই নীতিকে মাথায় রেখে প্রতিটি ট্রাম্প মোবাইল ম্যানুফেকচার করা হবে আমেরিকাতে।
‘দেশের মাটিতেই তৈরি করা হবে কল সেন্টার। আমেরিকাবাসীর কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক ফোন। যার দামও হবে অত্যন্ত সস্তা। উন্নত মানের মোবাইল পরিষেবাসহ এই ফোনের দাম পড়বে মাত্র ৪৯৯ ডলার।’
সাম্প্রতিক সময়ে মার্কিন টেক সংস্থা অ্যাপলের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। অ্যাপলকে ভারতে বাণিজ্য না করার জন্য হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সেই হুঁশিয়ারির পর এবার অ্যাপলকে টক্কর দিতে স্মার্টফোনের দুনিয়ায় ট্রাম্পের কোম্পানির পা রাখা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর তার ব্যবসা-বাণিজ্য যেভাবে বেড়ে উঠেছে, তাতে রীতিমতো সন্দিহান বিরোধী শিবির।
২০২৪ অর্থবছরে নিজের আয়ের হিসাব প্রকাশ্যে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে দেখা যাচ্ছে, গত অর্থবছরে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন তিনি। এই আয়ের বেশির ভাগটাই এসেছে ক্রিপ্টোকারেন্সি থেকে।
এছাড়া গলফ ক্লাব, রিসোর্টের ব্যবসায় রীতিমতো ফুলেফেঁপে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যবসা পরিচালনার দায়িত্ব ট্রাম্প নিজের সন্তানদের হাতে দিলেও আয়ের সুবিধাভোগী এখনো ট্রাম্প নিজেই। যার জেরে বিতর্ক আরো বেড়েছে। হোয়াইট হাউসের তরফে এখনো কোনো মন্তব্য না করা হলেও আমেরিকার গণতন্ত্রের জন্য এই ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিরোধীরা।