বাজেটে ইন্টারনেট-মোবাইল সেবায় কর হ্রাসের প্রস্তাব

ইন্টারনেট ও মোবাইল সেবা
ইন্টারনেট ও মোবাইল সেবা  © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ও মোবাইল সেবা ব্যবহারকারীদের জন্য এসেছে সুখবর। সেবাগুলোকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের ওপর কর হ্রাসের প্রস্তাব দিয়েছে সরকার।

প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবার ওপর উৎসে কর বর্তমান ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা বলা হয়েছে। এতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর করের চাপ অর্ধেকে নেমে আসবে, যার ইতিবাচক প্রভাব সরাসরি ভোক্তার খরচে পড়বে।

একই সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে, যা এই খাতের সার্বিক ব্যয় কমিয়ে সেবা আরও সুলভ করতে সহায়ক হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এই কর হ্রাসের ফলে মোবাইল ও ইন্টারনেট খাতের আর্থিক চাপ কমবে। ফলে তারা সেবার মান উন্নয়ন ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে পারবে, যা গ্রাহকদের জন্য উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করবে। প্রস্তাবিত বাজেটের মোট আয়-ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

বাজেট চূড়ান্ত হওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠক সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। অনুমোদন মিললে ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে। সরকারের এই পদক্ষেপ ডিজিটাল সেবা ও টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সাশ্রয়ী ও উন্নত ইন্টারনেট ও মোবাইল সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence